১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার ক্রয় করতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য, কেননা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এসকল রাউটার উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ওয়াইফাই ব্যবহার করার জন্য রাউটারের ভূমিকা প্রধান। তবে রাউটার যদি ভালো হয় তাহলে ইন্টারনেট ব্যবহার করে যেমন শান্তি পাওয়া যায় তা খারাপ মানের রাউটার চালিয়ে সুবিধা করতে পারবেন না। তাহলে দেরি কেন? চলুন ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
পোস্টের বিষয়বস্তু
১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার
বর্তমান সময়ে ১৫০০ টাকার মধ্যে অসংখ্য ভালো মানের রাউটার রয়েছে। এ সকল রাউটার ব্যবহার করে যেমন কাঙ্খিত নেটওয়ার্ক স্পিড পাওয়া যায় তেমনি রাউটার জনিত কোন সমস্যার সম্মুখীন হতে হয় না। নিম্নে ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার এর তালিকা উপস্থাপন করা হয়েছে:
রাউটারের মডেল | দাম |
Tenda F6 Router | ১৪৫০ টাকা |
Netis WF2409E | ১৫০০ টাকা |
TP-Link TL-WR841N | ১২৫০ টাকা |
Totolink N300R | ১০০০ টাকা |
Netgear N300 | ১১৫০ টাকা |
TP-Link TL-WR840N | ১১০০ টাকা |
Mercusys MW300RE | ৯০০ টাকা |
Tenda HG6 N300 | ১০০০ টাকা |
ASUS RT-N12 | ১৩০০ টাকা |
D-Link DIR-650IN | ১০৫০ টাকা |
Tenda F3 | ৯০০ টাকা |
D-Link DIR-615X1 | ১১০০ টাকা |
উপরে উল্লেখিত রাউটারের মডেলের দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে। তবে আমাদের এই আর্টিকেলে উপস্থাপিত রাউটারের দাম সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে আপডেট করা হয়েছে। উপরোক্ত রাউটার সমূহের মধ্যে আপনি যে রাউটার বাছাই করুন না কেন! যেকোনো রাউটার আপনার বাজেট অনুযায়ী সেরা রাউটার হবে।
১৫০০ টাকার মধ্যে TP-Link রাউটার

বাজারের জনপ্রিয় ব্র্যান্ডের রাউটারের কথা যদি বলা হয় তাহলে আমাদের মাথায় প্রথম যে ব্র্যান্ডের কথা আসবে সেটি অন্য রাউটার নয় বরং সেটি TP-Link রাউটার। TP-Link রাউটার গুলি বেশ ভালো মানের, সাশ্রয়ী এবং শক্তিশালী হয়ে থাকে। তবে সাধারণত কম দামে TP-Link রাউটার পাওয়া যায় না। তবে আমরা নিম্নের ছকের মাধ্যমে TP-Link এর সেরা কয়েকটি ১৫০০ টাকার রাউটার বাছাই করে উপস্থাপন করেছি:
রাউটারের মডেল | দাম |
TP-Link TL-WR841N | ১২৫০ টাকা |
TP-Link TL-WR840N | ১১০০ টাকা |
TP-Link TL-WR850N | ১৩৯০ টাকা |
TP-Link TL-WR820N | ১১৬০ টাকা |
১৫০০ টাকার মধ্যে Tenda রাউটার

সাম্প্রতিক সময়ের বাজারে সাশ্রয়ী মূল্যের রাউটার যদি বলা হয় তাহলে Tenda রাউটার সেরা একটি রাউটার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে ১৫০০ টাকার মধ্যের রাউটার সময়ের মধ্যে Tenda রাউটার সর্বাধিক বেশি পাওয়া যায়। নিম্নে ১৫০০ টাকার মধ্যে টেন্ডার রাউটারের মডেল ও দাম উপস্থাপন করা হয়েছে:
রাউটারের মডেল | দাম |
Tenda F6 Router | ১৪৫০ টাকা |
Tender wireless N300 | ১২০০ টাকা |
Tenda HG6 N300 | ১০০০ টাকা |
Tenda F6 300Mbps | ১৪৫০ টাকা |
১৫০০ টাকার মধ্যে D-Link রাউটার

১০০০ টাকা থেকে ১৫০০ টাকা এর মধ্যে যদি রাউটার করে করতে চান তাহলে আপনার প্রথম পছন্দ হতে পারে D-Link রাউটার। সাধারণত কম মূল্যের রাউটার বিক্রেতা হিসেবে কোম্পানিটি ব্যাপকভাবে পরিস্থিতি লাভ করেছে। নিম্নে ১৫০০ টাকার মধ্যে D-Link রাউটারের তালিকা উপস্থাপন করা হয়েছে ছকের মাধ্যমে:
রাউটারের মডেল | দাম |
D-Link DIR-650IN | ১০৫০ টাকা |
D-Link DIR-615X1 | ১১০০ টাকা |
D-Link DIR-615 Z1 | ১০৫০ টাকা |
D-Link R04 N300 | ১২৫০ টাকা |
ভালো রাউটার চেনার উপায়
শুধুমাত্র ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনলেই তো হবে না বরং রাউটার ক্রয় করার পূর্বে অবশ্যই রাউটার চেক করে নিতে হবে এই রাউটারটি আপনার জন্য উপযুক্ত আছে কিনা। এক্ষেত্রে আপনি যে সকল দিকে নজর রাখতে পারেন এর মধ্যে রয়েছে:
- রাউটার সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যেমন: সিঙ্গেল ব্যান্ড ও ডুয়েল ব্রান্ড। সিঙ্গেল ব্র্যান্ড 2.4GHz ও ডুয়েল ব্র্যান্ড 2.4GHz ও 5GHz এবং ট্রাই- ব্রান্ড 2.4GHz ও 5GHz সুবিধা রয়েছে কিনা এটি দেখে নিন।
- রাউটার ক্রয় করার সময় রাউটারের গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কিনা সেটি অবশ্যই দেখে নেয়া উচিত। ভালো মানের রাউটারের ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে।
- রাউটারের এন্টেনার কোয়ালিটি ও সংখ্যায় দেখে রাউটারটি ক্রয় করুন কারণ রাউটারের এন্টেনার dBi সংখ্যা যত বেশি হবে ওয়াইফাই কভারেজ ও সিগন্যাল শক্তিশালী হবে।
- এছাড়া রাউটারের প্রয়োজনীয় সকল ফিচার যে আপনার প্রয়োজন তা সাপোর্টার করছে কিনা এটি অবশ্যই একবার চেক করে দেখুন।
রাউটার কোথা থেকে ক্রয় করবেন
বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে ও অনলাইনে রাউটার পাওয়া যায় । তবে আমাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি রাউটার ক্রয় করতে চান সে ক্ষেত্রে আপনি স্থানীয় কোন ইলেকট্রনিক্স এর দোকান থেকে রাউটার ক্রয় করুন এতে আপনি চেক করে আর ক্রয় করতে পারবেন ।
আরো পড়ুন
১৫০০ টাকার রাউটার সম্পর্কে আমাদের মতামত
কম দামে ভালো রাখার করতে চাইলে আমরা মনে করি আপনার Tenda রাউটার পছন্দ করা উচিত। কারণ Tenda রাউটার কম দামে ভালো সার্ভিস প্রদান করে যা এক কথায় অভাবনীয়। Tender wireless N300 রাউটারটি আপনি ব্যবহার করতে পারেন। রাউটারটির বাজেট অনুযায়ী যে পারফরম্যান্স ও কভারেজ প্রদান করে তা আপনাকে অবাক করবে। বর্তমানে Tender wireless N300 এর মূল্য মাত্র ১২০০ টাকা। প্রত্যাশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার” সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি।