যেখানে পানির প্রবাহ স্থবির এবং পানি সম্পূর্ণরূপে বা অনেকাংশে শুকিয়ে গেছে তাকে মরা নদী বলা হয়। প্রবাহমান নদী অনেক সময় প্রাকৃতিক বিভিন্ন কারণে মরা নদীতে পরিবর্তিত হতে পারে এবং এছাড়াও মানুষের কার্যকলাপ এবং জলবায়ুগত বিভিন্ন কারণে নদী মরে যেতে পারে। তাছাড়া উজানে বাঁধ নির্মাণ, বনাঞ্চল ধ্বংস করা এবং পরিবেশগত বিভিন্ন কারনেও প্রবাহমান নদী মরা নদীতে পরিবর্তিত হয়।
অনেক সময় দেখা যায় খরস্রোতা নদীও পলি জমতে জমতে মরা নদীতে রূপান্তরিত হয়। এছাড়া নদীর উপর অবৈধ দখল, নদীতে বালু উত্তোলন ইত্যাদিও মরা নদীর কারণ। জীব বৈচিত্র্য হ্রাস এবং কৃষি ও শিল্পক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে ওই স্থানের প্রবাহমান নদী যদি মরা নদীতে রূপান্তরিত হয়। আজকের আর্টিকেলে আমরা মরা নদী কাকে বলে, মরা নদী কত প্রকার ও কি কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পোস্টের বিষয়বস্তু
মরা নদী কাকে বলে
যে নদীর এক সময় অনেক গভীরতা ছিল এবং সেই নদীতে বিভিন্ন প্রকারের জলজ প্রাণী চলাচল করতো কিন্তু পরবর্তীতে মানব সৃষ্ট কারণে অথবা প্রাকৃতিক বিভিন্ন কারণে নদীর গভীরতা একেবারে নেই বললেই চলে এবং নদীটি তার আপন গতিতে চলতে পারেনা তখন তাকে মরা নদী বলা হয়। খুব সহজ কথায় বলতে গেলে, নদীর গতিপথ যদি হঠাৎ করে থেমে যায় এবং নদীর তার স্বাভাবিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে না পারে তখন তাকে মরা নদী বলা হয়। এ পরিস্থিতিতে প্রত্যেকটি মরা নদী তাদের স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে এবং বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীতে এরা পুনরায় খরস্রোতা নদীতে পরিণত হতে পারে না।
মরা নদী কত প্রকার ও কি কি
বৈজ্ঞানিকভাবে মরা নদী কত প্রকার এর তেমন কোন ব্যাখ্যা নেই। কিন্তু একটা খরস্রোতা নদী কেন মরা নদীতে পরিণত হয় তার উপর ভিত্তি করে মরা নদীকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। চলুন এক নজরে দেখে আসি মরা নদী কত প্রকার ও কি কি:
- দূষণের কারণে মরা নদী।
- পলি জমার কারণে মরা নদী।
- নদীর দখলের কারণে মরা নদী।
- জলবায়ু পরিবর্তনের কারণে মরা নদী।
চলুন মরা নদীর এই শ্রেণীবিন্যাস গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক:
১. দূষণের কারণে মরা নদী
শিল্প কারখানার এবং ঘরোয়া বর্জ্য থেকে নির্গত বিষাক্ত পদার্থ নদীকে মারাত্মকভাবে দূষিত করে। শহর ও গ্রাম অঞ্চলে যেসব বস্তি রয়েছে সেখান থেকে উৎপাদিত বর্জ্য সরাসরি নদীর পানির সাথে মিশে যায়। এতে করে নদীতে বসবাসকারী বিভিন্ন প্রাণীর জীবন হুমকির মুখে পড়ে। এছাড়া কৃষি ক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক, সার ইত্যাদি কৃষিজাত বর্জ্য নদীর পানিতে মিশে গিয়ে নদীকে দূষিত করে। এতে করে নদীর পানি ধীরে ধীরে বিষাক্ত হয় এবং একটু খরস্রোতা নদী কালের বিবর্তনে মরা নদীতে পরিণত হয়।
২. পলি জমার কারণে মরা নদী
উজানে বাঁধ নির্মাণ করার ফলে নদীর প্রাকৃতিক পানি প্রবাহ কমে যায় এবং নদীর তলদেশে ধীরে ধীরে পলি জমতে থাকে। এটা একটি খরস্রোতা নদীকে মরা নদীতে রূপান্তরিত করার অন্যতম কারণ। এছাড়া পাহাড় ধ্বসের ফলে মাটি নদীর তলদেশে জমা হওয়া, নদী দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ, নদী ভরাট করে আবাসিক এলাকা তৈরি ইত্যাদি মরা নদীর অন্যতম কারণ। মূলত প্রাকৃতিক কারণগুলোর চেয়েও মনুষ্য সৃষ্টি কারণগুলো একটি খরস্রোতা নদীকে মরা নদীতে পরিবর্তন করার জন্য বেশি দায়ী।
৩. নদীর দখলের কারণে মরা নদী
বর্তমানে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নদীর চর এবং তীর অবৈধভাবে দখল করে নিচ্ছেন। এবং এই নদী দখল করে তারা আবাসিক এবং বাণিজ্যিক ভবন তৈরি করছেন। এতে করে নদীর প্রাকৃতিক পানিপ্রবাহ ও ধীরে ধীরে কমে যাচ্ছে। নদীর অবৈধ দখলের ফলে সাথে সাথে একটি খরস্রোতা নদী মরা নদীতে রূপান্তরিত হয় না। কালের বিবর্তনে এবং কয়েক বছরের পরিক্রমায় ধীরে ধীরে নদীর বেহাল অবস্থা তৈরি হয়।
৪. জলবায়ু পরিবর্তনের কারণে মরা নদী
জলবায়ু পরিবর্তনের মধ্যে খরা অন্যতম যা মরা নদীর কারণ গুলোর একটি বিশেষ কারণ। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট এলাকায় খরা প্রবাহমান থাকলে সেখানে নদীর জল স্তর ধীরে ধীরে কমে যেতে থাকে এবং নদীতে থাকা জলজ প্রাণী মারা যেতে থাকে। তবে জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তন না হলে সহজে কোন নদীর মরা নদীতে পরিবর্তিত হয় না।
মরা নদীর কারণগুলো কি কি
মরা নদীর বিভিন্ন কারণ রয়েছে যার মধ্যে মানুষ সৃষ্ট এবং প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া কারণগুলো অন্যতম। তবে বিভিন্ন গবেষণায় দেখা যায় শুধুমাত্র খরা ছাড়া অন্য কোন প্রাকৃতিক কারণে কোন নদী মরা নদীতে পরিবর্তিত হতে পারে না। কিন্তু মানবসৃষ্ট বিভিন্ন কারণ রয়েছে যেগুলো সহজেই একটি খরস্রোতা নদীকে মরা নদীতে রূপান্তরিত করে তুলতে পারে। চলুন এক নজরে মরা নদীর কারণগুলো দেখে আসা যাক:
- নদী দখল করে ঘরবাড়ি, দোকানপাট, শিল্প কারখানা তৈরি করলে নদী মৃতপ্রায় হয়।
- নদীতে আবর্জনা, দূষণকারী বিভিন্ন পদার্থ ফেললে ধীরে ধীরে নদীর প্রবাহমান পরিস্থিতির হ্রাস পেতে থাকে।
- বাঁধ নির্মাণ করার ফলে নদীর গভীরতা কমে যায় এবং জলপ্রবাহ স্থির হয়ে পড়ে।
- শিল্প কারখানা থেকে তৈরি হওয়া বিষাক্ত পদার্থ নদীর পানিতে ফেললে জলজ উদ্ভিদ মারা যায়, এবং ধীরে ধীরে নদী ও হুমকির মুখে পড়ে।
- গৃহস্থালির বিভিন্ন বর্জ্য নদীতে দীর্ঘদিন ধরে ফেলতে থাকলে নদী তার নাব্যতা হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মৃতপ্রায় হয়।
- নদী থেকে বালু উত্তোলন করতে থাকলে হঠাৎ করেই নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এবং কিছুটা অঞ্চল মৃতপ্রায় হয়ে যেতে পারে।
পরিবেশের উপর মরা নদীর প্রভাব
নদীমাতৃক এই দেশে যেকোন মরা নদী দেশের জন্য একটি বড় সমস্যার কারণ। একটি অঞ্চলের প্রবাহমান নদী যখন মরে যায় তখন সেই মরা নদীর প্রভাব ঐ অঞ্চলের সমস্ত মানুষের জীবনযাত্রার উপর পড়ে। যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদীর উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন ধারা। চলুন তাহলে জেনে আসি পরিবেশের উপর মরা নদীর প্রভাব গুলো কি কি?
১. জীব বৈচিত্র্য বিলুপ্তি
একটি প্রবাহমান নদীতে প্রচুর জলজ উদ্ভিদের বিচরণ থাকে। নদীতে যখন পানি কমে যায় তখন তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যায়। এবং নদী যখন মরে যায় তখন তাদের জীবন সংকট হয় অর্থাৎ জীব বৈচিত্র বিলুপ্ত হয় ওই নদী থেকে।
২. পানির সংকট
একটি এলাকার প্রবাহমান নদী সেই অঞ্চলের অনেকটা পানির চাহিদা পূরণ করে। ওই এলাকায় নদী যখন মারা যায় তখন ধীরে ধীরে পানি সংকট তৈরি হয়। এবং পরবর্তীতে ওই অঞ্চলের মানুষের অন্য অঞ্চল থেকে পানির সংগ্রহ করে জীবনধারণ করতে হয়।
৩. কৃষি কাজে বাধা
কৃষিকাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নদীর পানির উপর নির্ভরশীল। অনেক বড় বড় কৃষি অঞ্চল রয়েছে যেখানে নদীর পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা হয়ে থাকে। ওই এলাকায় নদী মরে গেলে কৃষি কাজ প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় যা সর্বোপরি দেশের জন্য ক্ষতিকারক।
৪. বিভিন্ন প্রকার রোগ
নদীর পানি দীর্ঘদিন যাবত দূষিত থাকতে থাকতে পরবর্তীতে তা মরে যায়। নদীর পানি অনেকদিন যাবত দূষিত থাকার কারণে ঐ অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিতে পারে, যার মধ্যে পানিবাহিত রোগ গুলো খুবই স্বাভাবিক।
৫. অর্থনৈতিক ক্ষতি
নদী মরে গেলে সর্বোপরি পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ে। এছাড়া মাছের একটি বড় যোগান আসে বাংলাদেশের নদ নদী থেকে। কোন অঞ্চলের নদী মরে গেলে সে অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে ব্যাহত হয়।
মরা নদী বাঁচানোর উপায় কি কি
নদী মারা যাওয়ার কারণ কি কি এটা খুঁজে বের করতে পারলেই অনেকাংশে বোঝা যায় মরা নদী বাঁচানোর উপায় কি কি। মরা নদী বাঁচানোর একাধিক পদক্ষেপ রয়েছে যা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত হস্তক্ষেপ করা যেতে পারে। নিচে মরা নদী বাঁচানোর কয়েকটি পদক্ষেপ তুলে ধরা হলো:
- নদীতে কোন প্রকার প্লাস্টিক বা অবয়ব যোগ্যবস্তু ফেলা যাবে না,
- নদীর উপর অবৈধ দখল সরকারিভাবে বন্ধ করার তাগিত দিতে হবে,
- নদীর প্রাকৃতিক গতিপথ যাতে স্বাভাবিক থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে,
- নদীর জীব বৈচিত্র্য বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং নদীর দুপাশে গাছপালা লাগানোর ব্যবস্থা করতে হবে,
- নদীর রক্ষার জন্য বিদ্যালয় এবং স্কুল-কলেজে বিভিন্ন প্রকার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে।
আরো পড়ুন
মরা নদী সম্পর্কে আমাদের মতামত
আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে নদী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিনিয়ত ভূমিকায় রেখে চলেছে। সুতরাং একটি খরস্রোতা নদী যখন মৃত প্রায় নদীতে পরিণত হয় তখন তা সার্বিকভাবে অর্থনৈতিক ক্ষতির কারণ। নদীকে মৃতপ্রায় রূপ থেকে বাঁচানোর জন্য সর্বস্তরের সাহায্য একান্ত কাম্য। আজকের আর্টিকেলে আমরা মরা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।