কুরিয়ার সার্ভিস এক স্থানের পণ্য অন্য স্থানে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে পাঠিয়ে থাকে। কুরিয়ার সার্ভিসে বিভিন্ন ধরনের পণ্যের মতো ফ্রিজ কুরিয়ার করা যায়, দেশ এবং দেশের বাইরে। ফ্রিজ কিছুটা ভারী এবং মূল্যবান জিনিস, তবুও একটি সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে ফ্রিজ নির্দিষ্ট স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদে পাঠানো সম্ভব। কুরিয়ার সার্ভিসে ফ্রিজ পাঠানোর জন্য খরচ নির্ভর করে ফ্রিজের আকার, আকৃতি এর উপর। ফ্রিজের আকার আকৃতি এর উপর ভিত্তি করে কুরিয়ারের একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করা হলেও এর সাথে পরবর্তীতে যুক্ত হয় প্যাকেজিং খরচ।
এছাড়া ফ্রিজের মত মূল্যবান বস্তু পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস আপনাকে ইন্সুরেন্স করার জন্য বলতে পারে। সে ক্ষেত্রে আপনার ফ্রিজের মোট মূল্যের উপর ইন্সুরেন্স খরচ নির্ভর করবে। আজকের আর্টিকেলে আমরা ফ্রিজ কুরিয়ার খরচ ও নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পোস্টের বিষয়বস্তু
কুরিয়ারে ফ্রিজ পাঠানোর খরচ
কুরিয়ারের ফ্রিজ পাঠানোর খরচ সাধারণত নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যেমন:
- ফ্রিজের আকার আকৃতি,
- ডেলিভারি স্থানের দূরত্ব,
- প্যাকেজিং খরচ,
- ইন্সুরেন্স।
ফ্রিজের আকার আকৃতি এর উপর নির্ধারণ করে ডেলিভারি চার্জ সিলেক্ট করা হয়ে থাকে। ফ্রিজ যত বড় হবে ডেলিভারি চার্জ ততই বেশি হয়, এবং এক্ষেত্রে প্যাকেজিং খরচ ও বেশি হয়। ফ্রিজের আকার আকৃতি ছাড়াও আপনার ফ্রিজের ডেলিভারি দূরত্ব কতটা তার উপর নির্ধারণ করে ডেলিভারি চার্জ সিলেক্ট করা হয়। ঢাকা সিটির মধ্যে বা যে কোন সিটির অভ্যন্তরে ফ্রিজ কুরিয়ার করার জন্য তুলনামূলক খরচ কম হয়। ঢাকা সিটির বাইরে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে ফ্রিজ ডেলিভারির খরচ তুলনামূলক বেশি হয়। যদি আপনি দেশের বাইরে ফ্রিজ ডেলিভারি করতে চান সে ক্ষেত্রে খরচ আরো অনেক বেশি হবে।
কুরিয়ার সার্ভিসে ফ্রিজ পাঠানোর জন্য খরচ নির্ধারণ করা হয় সি.এফ.টি. এর উপর ভিত্তি করে। বেশিরভাগ কুরিয়ার সার্ভিস ফ্রিজ পাঠানোর জন্য ফ্রিজের সি.এফ.টি. অনুযায়ী ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে। যেমন ধরুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রতিটি ফ্রিজ ডেলিভারি করার জন্য প্রতি সি.এফ.টি এর জন্য ১৫০ টাকা নির্ধারণ করে থাকে। এবং এর সাথে যুক্ত হয় প্যাকেজিং খরচ। অন্যদিকে করোতোয়া কুরিয়ার সার্ভিস প্রতিটি ফ্রিজ ডেলিভারি করার জন্য প্রতি সি.এফ.টি এর জন্য নির্ধারণ করে থাকে ২০০ টাকা। তবে ধারণা করা যায়, একটি মাঝারি থেকে বড় সাইজের ফ্রিজ কুরিয়ার করার জন্য খরচ হতে পারে ৬৫০ টাকা থেকে ২৭৫০ টাকা পর্যন্ত। তবে কাছাকাছি হলো অথবা ঢাকা সিটির মধ্যে হলে যেকোনো কুরিয়ার সার্ভিসে ফ্রিজ ডেলিভারি করার জন্য খরচ হতে পারে ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৬০০ টাকা পর্যন্ত।
আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের ফ্রিজ পাঠানোর খরচ
বাংলাদেশে বেশ কিছু স্বনামধন্য কুরিয়ার সার্ভিস রয়েছে যেগুলো আন্তর্জাতিকভাবে মূল্যবান সম্পদের পাশাপাশি ফ্রিজ কুরিয়ার করে থাকে। এসব কুরিয়ার সার্ভিস গুলোর মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ফেড এক্স, ডি এইচ এল অন্যতম। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ফ্রিজ ডেলিভারি করার জন্য ১০০ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত খরচ হতে পারে। এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ সময় নির্ধারণ করা হয় ৭৫ ঘন্টা। ফেড এক্স এর মাধ্যমে বড় সাইজের ফ্রিজ ডেলিভারি করার জন্য খরচ হতে পারে সর্বনিম্ন ২০০ ডলার থেকে সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত।
আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস গুলোর মধ্যে ডি এইচ এল অন্যতম। ফ্রিজের মত মূল্যবান সম্পদ খুব কম সময়ে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য সময় নিয়ে থাকে ৭২ ঘন্টা। ৫০ কেজি ওজনের একটা ফ্রিজ ডেলিভারি করার জন্য ডিএইচএল চার্জ নির্ধারণ করে থাকে ১৫০ ডলার থেকে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত। তবে ডেলিভারি করার পর কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ কিছুটা বেড়ে যেতে পারে অথবা পণ্য ডেলিভারি হতে কিছুটা সময় বেশি লাগতে পারে। কোন কারনে তারা পণ্য পাঠাতে যদি ব্যর্থ হয় তাহলে আপনাকে ডেলিভারি চার্জসহ পণ্য বুঝিয়ে দেবে কুরিয়ার সার্ভিস কোম্পানি।
বিভিন্ন কুরিয়ার সার্ভিসের ফ্রিজ পাঠানোর খরচের তুলনা
বিভিন্ন কুরিয়ার সার্ভিস কোম্পানি বর্তমানে ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে নির্দিষ্ট ডেলিভারি ফি এর মাধ্যমে ফ্রিজ ডেলিভারি করে থাকে। এর মধ্যে অন্যতম কুরিয়ার সার্ভিস গুলো হলো লালা মুভ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ফেড এক্স, ডি এইচ এল, করোতোয়া কুরিয়ার সার্ভিস অন্যতম। প্রত্যেকটি কুরিয়ার সার্ভিসের ফ্রিজ ডেলিভারি করার জন্য ডেলিভারি চার্জ ভিন্ন ধরনের হয়ে থাকে। নিজে আমরা বাংলাদেশের স্বনামধন্য কুরিয়ার সার্ভিস গুলোর ডেলিভারি চার্জ নিচে তুলে ধরব:
১. সুন্দরবন কুরিয়ার সার্ভিস
বেশিরভাগ কুরিয়ার সার্ভিস পার সি.এফ.টি. এর উপর হিসাব করে কুরিয়ার কুরিয়ার চার্জ নির্ধারণ করে। অর্থাৎ ফ্রিজের আকৃতি যতটা বড় হবে কুরিয়ার চার্জ ততটাই বেশি হবে। এক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতি সি.এফ.টি. ফ্রিজের জন্য ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে ১৫০ টাকা। তবে মাঝারি এবং বড় সাইজের ফ্রিজ এর জন্য আনুমানিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে এক হাজার থেকে ২৫০০ টাকা এর মধ্যে। এর সাথে আরো কিছুটা যুক্ত হবে প্যাকেজিং খরচ।
ফেড এক্স কুরিয়ার সার্ভিস
আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস গুলোর মধ্যে ফেডেক্স অন্যতম। ফেড এক্সের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোন দেশে ফ্রিজ সহজে কোন ধরনের ভারী এবং মূল্যবান পণ্য সহজেই ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি দিতে পারবেন। ফ্রিজ ডেলিভারি করার জন্য ফেড এক্স 200 ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে। তারা সাধারণত কোন ঝামেলা না থাকলে ৭২ ঘণ্টার মধ্যেই ফ্রিজ ডেলিভারি করে থাকে। তবে কোন সমস্যা দেখা দিলে তারা অবশ্যই আপনাকে তা জানাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
ডি এইচ এল কুরিয়ার সার্ভিস
ফেড এক্স এর মত ডি এইচ এল কুরিয়ার সার্ভিস একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস। অর্থাৎ এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি দেশের বাইরে অর্থাৎ পৃথিবীর যেকোন স্থানে ফ্রিজ এবং অন্যান্য মূল্যবান সম্পদ ডেলিভারি করতে পারবেন। এরা সর্বোচ্চ সময় নিয়ে থাকে দুই থেকে পাঁচ দিন। ডি এইচ এল এর মাধ্যমে ফ্রিজ ডেলিভারি করার জন্য আপনাকে খরচ করতে হবে ১৫০ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত। এটা পুরোপুরি নির্ভর করবে ফ্রিজের আকারের উপর।
করোতোয়া কুরিয়ার সার্ভিস
করোতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি দেশের যেকোন স্থানে এবং যেকোনো প্রত্যন্ত অঞ্চলেও ফ্রিজ ডেলিভারি দিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মতো করোতোয়া কুরিয়ার সার্ভিস ও সি.এফ.টি. এর হিসাবের মাধ্যমে পণ্য ডেলিভারি দিয়ে থাকে। করোতোয়া কুরিয়ার সার্ভিস ফ্রিজের জন্য প্রতি সি.এফ.টি. এর উপর ভিত্তি করে ২০০ টাকা ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে। তবে ধারণা করা হয় একটা মাঝারি থেকে বড় সাইজের ফ্রিজ ডেলিভারি করার জন্য তারা সর্বোচ্চ ডেলিভারি চার্জ গ্রহণ করে থাকে ২৫০০ টাকা।
লালা মুভ কুরিয়ার সার্ভিস
দেশে যে কোন স্থানে ফ্রিজ সহ অন্যান্য মূল্যবান পণ্য ডেলিভারি করার জন্য লালা মুভ অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান। লালা মুভ এর মাধ্যমে ফ্রিজ ডেলিভারি দেওয়ার জন্য আপনার সর্বোচ্চ খরচ হতে পারে এক হাজার থেকে ১৬০০ টাকা। লালা মুভের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ভাড়া করে এবং একজন ড্রাইভার নিয়ে আপনি নিজের মত ফ্রিজ ডেলিভারি করার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে প্যাকেজিং এর খরচ সহ আরো কিছুটা ফি বাড়তে পারে।
কুরিয়ার সার্ভিসের ফ্রিজ পাঠানোর নিয়ম
ফ্রিজ যেহেতু একটি মূল্যবান সম্পদ, তাই কুরিয়ারে ফ্রিজ পাঠানোর সময় আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। নিচে সেগুলো সংক্ষেপে আলোচনা করা হলো:
- ফ্রিজ প্যাকেজিং করার সময় শক্ত কার্টুন বা বক্স, হোম বা বাবুল রেপ ব্যবহার করতে পারেন, এতে করে ক্ষতির সম্ভাবনা কমে আসবে।
- ফ্রিজ কুরিয়ার করার সময় কিছুটা ভুল ভ্রান্তির কারণে ফ্রিজের বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই এক্ষেত্রে ফ্রিজ পাঠানোর আগে ইন্সুরেন্স করতে পারেন, ফ্রিজের কোনো ক্ষতি হলে পরবর্তীতে ইন্সুরেন্স এর মাধ্যমে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
- ফ্রিজ পরিবহনের জন্য দক্ষ এবং নিরাপদ, এমন কুরিয়ার কোম্পানি সিলেক্ট করুন, এবং যাদের মালবাহী যানবাহন রয়েছে সেই ধরনের কুরিয়ার সার্ভিস সিলেক্ট করুন।
- অনলাইনে কুরিয়ার সার্ভিসের প্রচুর রিভিউ পাওয়া যায়, আপনার মূল্যবান ফ্রিজ ডেলিভারি করার পূর্বে অবশ্যই রিভিউ দেখে নিন।
- ফ্রিজ ডেলিভারি করার ফ্রিজ ডেলিভারি করার জন্য সঠিক সময় নির্ধারণ করুন, যেমন: ছুটির সময় ডেলিভারি করবেন না, সপ্তাহে কম ব্যস্ততম সময় বেছে নিতে পারেন।
আরো পড়ুন
ফ্রিজ কুরিয়ার খরচ ও নিয়ম সম্পর্কে আমাদের মতামত
ফ্রিজ যেহেতু নিঃসন্দেহে একটি মূল্যবান সম্পদ তাই ফ্রিজ ডেলিভারি করার পূর্বে ফ্রিজ কুরিয়ার খরচ ও নিয়ম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা জরুরী। আপনাদের সঠিক তথ্য জানানোর জন্য সাজানো হয়েছে আমাদের আজকের আর্টিকেল ফ্রিজ কুরিয়ার খরচ ও নিয়ম। আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন।