কুরিয়ার সার্ভিস হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে চাকুরীরত কর্মচারী, কর্মকর্তাগণ এক স্থান থেকে আরেক স্থানে চিঠি, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত জিনিসপত্র এবং মূল্যবান পণ্য স্থানান্তর করে থাকেন। অন্যভাবে বলা যেতে পারে, যে প্রতিষ্ঠান আর্থিক সুবিধার বিনিময়ে পণ্য এক স্থান থেকে আরেক স্থানে বা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে পৌঁছে দেয় সেই প্রতিষ্ঠানকে কুরিয়ার সার্ভিস বলে।
বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় কুরিয়ার সার্ভিস রয়েছে। যার মধ্যে অন্যতম হলো: সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্টাল কুরিয়ার, করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল, জননী কুরিয়ার এক্সপ্রেস, এসএ পরিবহন, এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস। এছাড়া নতুন নতুন আরো কিছু কুরিয়ার সার্ভিস রয়েছে যেগুলো খুব সদ্য তাদের ব্যবসায়ের আত্মপ্রকাশ করেছে। আজকের আর্টিকেলে আমরা কুরিয়ার সার্ভিস কি? কুরিয়ার সার্ভিস খরচ এবং বাংলাদেশের জনপ্রিয় কিছু কুরিয়ার সার্ভিস নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পোস্টের বিষয়বস্তু
কুরিয়ার সার্ভিস খরচ কত
বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় কুরিয়ার সার্ভিস রয়েছে। এবং প্রতিটি কুরিয়ার সার্ভিসের খরচ একটি থেকে আলাদা হয়ে থাকে। যেমন: এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে আপনি এক স্থান থেকে আরেক স্থানে কিছু পাঠানোর জন্য ঢাকার ভিতরে চার্জ নির্ধারণ করা হয় ১৫০ টাকা। এবং ঢাকার বাইরে বাকি ৬৩ জেলায় কুরিয়ার সার্ভিস নির্ধারণ করা হয় ২০০ টাকা করে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি পণ্যের ওজনের উপর ভিত্তি করে পণ্য পাঠাতে পারবেন। এক্ষেত্রে প্রতি কেজি পণ্যের ওজনের ওপর মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।
বাংলাদেশের ভেতর পণ্য ডেলিভারি করার জন্য ১০ টাকা প্রতি কেজি করে নির্ধারণ করে ১৬ ঘণ্টার মধ্যে ডেলিভারি করা হয়। এক্ষেত্রে বাংলাদেশের বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাতে হলে খরচের পরিমাণ বেশি পড়বে। করোতোয়া কুরিয়ার সার্ভিসেও পন্যের জনের উপর ভিত্তি করে চার্জ নির্ধারণ করা হয়। যেমন: ৫০ কেজি ওজনের কোন জিনিস পাঠানোর জন্য খরচ হবে ২২০ টাকা, ১০ কেজি ওজনের জন্য খরচ হবে ৯৫ টাকা। এবং আলমারি, কাঠের খাট, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, সোফা সেট সহ যাবতীয় আসবাবপত্র করোতোয়া কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠানো যায়, যার পার্সেল খরচ নির্ধারণ করে পণ্যের ওজনের উপর।
কুরিয়ার সার্ভিসে কি কি পাঠানো যায়
যে কোন মূল্যবান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপত্তার সাথে পাঠানো সম্ভব। চলুন এক নজরে দেখে কুরিয়ার সার্ভিসে কি কি পাঠানো যায়?
- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যে কোন মূল্যবান জিনিস যেমন: ডকুমেন্ট, চিঠিপত্র, আসবাবপত্র, মোটর সাইকেল, মালামালের ছোট বড় কার্টুন, টেলিভিশন, ফ্রিজ, কার্টুন, ব্যাগ প্রাপকের ঠিকানায় সহজে পৌঁছাতে পারবেন।
- টিভি, ফ্রিজ, সোফা সেট, আলমার, কাঠ বা স্টিলের খাট, কাঠের টেবিল, এমনকি গাড়ির মতো ভারী জিনিস, বই পুস্তক, ইলেকট্রনিক্স পণ্য এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে পারবেন।
- নগদ মুদ্রা, মূল্যবান গহনা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যায় (সব কুরিয়ার সার্ভিস এগুলো গ্রহণ করে না)
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার সার্ভিস হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কারণ তারা প্রায় গ্রাহকের কাছ থেকে সব ধরনের পণ্য গ্রহণ করে নিরাপদে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। তবে বাংলাদেশের আরো কিছু কুরিয়ার সার্ভিস রয়েছে যেগুলো খুবই সততার সাথে কাজ করে আসছে। কিন্তু সব কুরিয়ার সার্ভিস সব ধরনের পণ্য গ্রহণ করে না। তাই পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই কুরিয়ার সার্ভিসের সাথে কথা বলে নিতে হবে।
এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস চার্জ কত
বাংলাদেশের পুরনো এবং জনপ্রিয় কুরিয়ার সার্ভিস গুলোর মধ্যে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অন্যতম। এস এ পরিবহন এর মাধ্যমে পণ্যের কোনরকম ক্ষতি ছাড়াই গ্রাহকের নিকট হস্তান্তর করা সম্ভব। ঢাকার মধ্যে পণ্য ডেলিভারি করতে চাইলে এস এ পরিবহন সময় নেই ২৪ ঘন্টা এবং ঢাকার বাইরে কোন ডেলিভারি করার জন্য সময় নিতে পারে ৪৮ ঘন্টা। পণ্য পরিবহনকালীন কোন দুর্যোগের সম্মুখীন হলে তা আপনাকে ফোন করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনার পণ্যটি আপনাকে আবার রিটার্ন পাঠানো হতে পারে।
এস এ পরিবহনের মাধ্যমে ঢাকার ভেতরে কম ওজনের যে কোন জিনিস পাঠানোর জন্য খরচ হবে ১৫০ টাকা। ঢাকার ভেতরে কোন ভারী জিনিস পাঠানোর জন্য খরচের পরিমাণ অবশ্যই বাড়বে এবং সেজন্য এস এ পরিবহন এর সাথে সরাসরি যোগাযোগ করে নিতে হবে। এস এ পরিবহনের মাধ্যমে ঢাকার বাইরে কোন হালকা জিনিস পাঠাতে হলে খরচ হবে ২০০ টাকা। এবং ভারী জিনিসের ক্ষেত্রে ওজন হিসেবে বিবেচনা করা হবে। যদি কোন ভারী জিনিস পাঠাতে চান তাহলে এস এ পরিবহন তা গ্রহণ করবে কিনা এবং সেক্ষেত্রে কত খরচ হবে তা আগে থেকেই হেল্প লাইন নাম্বার এর মাধ্যমে যোগাযোগ করে তারপর পণ্য নিয়ে যেতে পারেন।
এস এ পরিবহন হেল্পলাইন নাম্বার
এস এ পরিবহনে পণ্য আধান প্রদান করার সময় যদি তাদের হেল্পলাইন নাম্বারের প্রয়োজন হয় তাহলে 01755512617, 01755512619 এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এস এ পরিবহনের হেল্পলাইন নাম্বার সপ্তাহের সাত দিন এবং দিনে ২৪ ঘন্টা তাদের গ্রাহকদের জন্য এভেলেবেল থাকে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ লিস্ট
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার সার্ভিস হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সবচেয়ে ভালো দিক হল এরা পণ্যের ওজনের ওপর নির্ভর করে সার্ভিস চার্জ নির্ধারণ করে থাকে। অর্থাৎ কম ওজনের জন্য সার্ভিস চার্জ খুবই কম হয়ে থাকে। কিছু কুরিয়ার সার্ভিস রয়েছে যারা পণ্য পাঠানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট কুরিয়ার চার্জ নির্ধারণ করেন।
এক্ষেত্রে গ্রাহকের কিছুটা খরচ বেশি হয়। কিন্তু গ্রাহকের কথা মাথায় রেখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পণ্যের ওজন অনুযায়ী নির্ধারিত ফি প্রদান এর মাধ্যমে গ্রাহককে পণ্য পাঠানোর অনুমতি প্রদান করে। বাংলাদেশের প্রায় ৬৪ জেলাতেই এবং থানা পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী গ্রাহকের পণ্য গ্রহণ করে পৌঁছে দেয়। নিচে সুন্দরবন কুরিয়ারের সার্ভিস চার্জ লিস্ট উল্লেখ করা হলো:
পাঠানোর স্থান | কুরিয়ার খরচ | ওজন | ডেলিভারি সময় |
বাংলাদেশ | ১০ টাকা | প্রতি কেজি | ১৬ ঘন্টা |
ভারত | ৫০০ টাকা | প্রতি কেজি | ৪৮ ঘন্টা |
পাকিস্তান | ১৮০০ টাকা | প্রতি কেজি | ৭২ ঘন্টা |
সৌদি আরব | ২০০০ টাকা | প্রতি কেজি | ৭২ ঘন্টা |
আমেরিকা | ২৮০০ টাকা | প্রতি কেজি | ৭২ ঘন্টা |
এই চার্জের বাইরে ও আপনি সুন্দরবন কুরিয়ারে কোন দামি বস্তু পাঠানোর সময় যদি প্যাকিং করতে হয় তাহলে প্যাকিং খরচ বাবদ একটা আলাদা চার্জ কেটে রাখা হয়। যেমন ছোট কার্টুনের ক্ষেত্রে ৩০ টাকা নির্ধারণ করা হয় এবং বড় কার্টুনের জন্য ৮০ টাকা নির্ধারণ করা হয়ে থাকে। বড় পণ্য প্যাকেজিং এর জন্য নির্দিষ্ট কিছু চার্জ কেটে রাখতে পারলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস।
শুধুমাত্র পণ্য ছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ টাকা এবং মূল্যবান সোনার গহনা পাঠানো সম্ভব। এক্ষেত্রে টাকা পাঠানোর জন্য আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চাচ্ছেন তার উপর পার্সেন্টেজ হারে কিছু কমিশন প্রদান করতে হয়। বাংলাদেশ ছাড়াও আরও বিশ্বের প্রায় ১৫৫ টি দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করার সুযোগ রয়েছে। এবং বাংলাদেশের যে কোন জেলার উপজেলা পর্যায়ে ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পণ্য পাঠানোর সুযোগ রয়েছে।
সুন্দরবন কুরিয়ার হেল্পলাইন নাম্বার
পণ্য পাঠানো সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য সুন্দরবন কুরিয়ারের এই 09612003003 হেল্প লাইন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়া সুন্দরবন কুরিয়ারের নিজস্ব জিমেইল mail@sundarbancourier.com.bd এ মেইল করেও তথ্য জানতে পারবেন। সুন্দরবন কুরিয়ারের নিজস্ব ওয়েবসাইট রয়েছে https://www.sundarbancourierltd.com/ যেখানে তাদের যাবতীয় সার্ভিস চার্জ, কুরিয়ার কবে বন্ধ থাকবে এবং কবে খোলা থাকবে এসব তথ্য বিস্তারিত জানতে পারবেন।
করতোয়া কুরিয়ার সার্ভিস চার্জ
বাংলাদেশের জনপ্রিয় কুরিয়ার সার্ভিস গুলোর মধ্যে করতোয়া কুরিয়ার সার্ভিস একটি। করোতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যক্তিগত নথি পত্র, সকল ধরনের ব্যবসায়িক মালামাল এবং প্যাকেজ ডেলিভারি করা হয়। পণ্য পরিবহন করার পাশাপাশি সকল ধরনের অনলাইন শপিং দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে করতোয়া কুরিয়ার সার্ভিস এ। করোতোয়া কুরিয়ার সার্ভিস যেকোনো শহরের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে। দুর্গম এলাকায় বা দূরবর্তী স্থানে পণ্য পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ ৩-৫ দিন সময় নিতে পারে। করোতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠানোর খরচ নিচে একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো:
পণ্যের ধরন | ওজন | ডেলিভারি টাইম | খরচ |
গার্মেন্টস পণ্য | ১০ কেজি | ২৪ ঘন্টা | ৯৫ টাকা |
কাঠের আলমারি | ১ টি | ২৪ ঘন্টা | ২৪০০ টাকা |
কাঠের খাট | ১ টি | ২৪ ঘন্টা | ১১০০ টাকা |
ফ্রিজ | প্রতি সেফটি | ২৪ ঘন্টা | ১৫০ টাকা |
মোটরসাইকেল | ১২৫ সিসি | ২৪ ঘন্টা | ১৪০০ টাকা |
নথিপত্র | একটি ফাইল | ২৪ ঘন্টা | ২০ টাকা |
কার্টুন | পঞ্চাশ কেজি | ২৪ ঘন্টা | ২২০ টাকা |
এছাড়া করোতোয়া কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনি যেকোন মূল্যবান পণ্য পাঠানোর পূর্বে প্যাকিং করে নিতে পারেন। সে ক্ষেত্রে চটের বস্তা, কার্টুন অথবা কাপড় দিয়ে পণ্যগুলো প্যাকিং করে নেওয়া সুযোগ রয়েছে। ছোট সাইজের কার্টুন প্যাক করতে করোতোয়া কুরিয়ার সার্ভিস চার্জ নির্ধারণ করে থাকে ৭৫ টাকা, মাঝারি সাইজের কার্টুন প্যাক করার জন্য নির্ধারণ করে থাকে ১৫০ টাকা এবং বড় সাইজের পণ্য পার্সেল করার জন্য নির্ধারণ করে থাকে ২৫০ টাকা।
করোতোয়া কুরিয়ার সার্ভিসে শুধুমাত্র ক্যাশের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ রয়েছে। তবে করোতোয়া কুরিয়ার সার্ভিস কোনরকমের নগদ টাকা এবং মূল্যবান গহনা স্থানান্তর করে না। এবং আপনার পণ্য প্যাকিং করার পূর্বে পণ্যটি বৈধ কিনা তা সম্পূর্ণভাবে যাচাই-বাছাই করেই স্থানান্তরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই করোতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কোন রকম অবৈধ পণ্য স্থানান্তর করতে পারবেন না।
হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস ইন বাংলাদেশ
বাংলাদেশের বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি করে থাকে, যা অনলাইন ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার নাম। বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি করে এমন কিছু কুরিয়ার সার্ভিসের নাম হলো:
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস,
- পাঠাও বাংলাদেশ,
- রেড এক্স,
- পেপার ফ্লাই,
- ডেলিভারি টাইগার,
- স্টেড ফাস্ট
সুন্দরবন কুরিয়ার সার্ভিস
বাংলাদেশের বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা রয়েছে ৮০০ টি। জেলা এবং উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সুন্দরবন কুরিয়ার তাদের ডেলিভারি সেবা প্রদান করছে বলে এটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় কুরিয়ার সার্ভিস। দেশের বাইরেও প্রায় ২২০টি দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের পণ্য ডেলিভারি করে। সুন্দরবন কুরিয়ার ১ কেজি ওজনের পণ্য সার্ভিস হোম ডেলিভারি করার জন্য চার্জ করে ১২০ টাকা। ২ কেজি ওজনের পণ্য ডেলিভারি করার জন্য চার্জ করে ১৬০ টাকা এবং ৩.৫ কেজি ওজনের পণ্য ডেলিভারি করার জন্য চার্জ করে ২২০ টাকা।
পাঠাও বাংলাদেশ
পাঠাও বাংলাদেশ একই শহরের ভেতরে এক কিলোগ্রাম ওজনের পণ্য ডেলিভারি করার জন্য চার্জ করে ৭০ টাকা এবং ২ কিলোগ্রামের জন্য চার্জ করে ৯০ টাকা। এক শহর থেকে অন্য শহরের এক কিলোগ্রাম ওজনের পণ্য ডেলিভারির জন্য চার্জ করে ১৪৫ টাকা এবং ২ কিলোগ্রাম ওজনের পণ্যের জন্য চার্জ করে ১৮০ টাকা। ঢাকা সিটির ভেতরে পণ্য ডেলিভারি করার জন্য পাঠাও বাংলাদেশ এক কিলোগ্রামের জন্য চার্জ করে ১৩০ টাকা এবং দুই কিলোগ্রামের জন্য চার্জ করে ১৭০ টাকা।
রেড এক্স
একই শহরের ভেতরে এক কিলোগ্রাম ওজনের পণ্য ডেলিভারি করার জন্য রেড এক্স চার্জ করে ৬৯ টাকা, ৫ কিলোগ্রাম এর জন্য ১১৪ টাকা। মেট্রোপলিটন এর ভিতরে এক কিলোগ্রামের জন্য চার্জ করে ১১৫ টাকা এবং পাঁচ কিলোগ্রাম এর জন্য চার্জ করে ১৬০ টাকা।
পেপার ফ্লাই
পেপার ফ্লাই একই শহরের ভিতরে এক কিলোগ্রাম ওজনের পণ্য ডেলিভারি করার জন্য চার্জ করে ৭০ টাকা এবং এক শহর থেকে অন্য শহরে কোন ডেলিভারি করার জন্য চার্জ করে ১১৫ টাকা।
ডেলিভারি টাইগার
ঢাকার ভেতরে পণ্য ডেলিভারি করার জন্য ডেলিভারি টাইগার চার্জ করে মাত্র ৪৫ টাকা। ঢাকার বাইরে যে কোন সিটিতে পণ্য ডেলিভারি করার জন্য চার্জ করে ৯৫ টাকা এবং ডেলিভারির জন্য সর্বোচ্চ সময় নেয় ৫ দিন।
স্টেড ফাস্ট
ঢাকা সিটির মধ্যে এক কিলোগ্রাম ওজনের পণ্য ডেলিভারি করতে স্টেড ফাস্ট চার্জ করে ৭০ টাকা এবং ঢাকা সিটির বাইরে ১ কেজি ওজনের পণ্য ডেলিভারি করার জন্য চার্জ করে ১৩০ টাকা।
কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস খরচ
নিচে একটি ছকের মাধ্যমে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস খরচ দেখানো হলো:
পণ্যের বিবরণ | পণ্যের ওজন | ডেলিভারি সময় | খরচ |
কুমিল্লা / গার্মেন্টস পণ্য | ১ ও ২ টি পলি | ২৪ ঘন্টা | ৬০/ ১৮০/- |
নাটোর / কাঠের খাট | ১ টি | ২৪ ঘন্টা | ১,১০০/- |
রাজশাহী / কাঠের আলমারি | ১ টি | ২৪ ঘন্টা | ২,০০০/- |
রংপুর / চিঠি পত্র | ছোট খামে | ২৪ ঘন্টা | ২০/- |
ফ্রিজ কুরিয়ার খরচ
কুরিয়ার কোম্পানি ফ্রিজ ডেলিভারি করার জন্য ফ্রিজের আকার আকৃতি, ডেলিভারি স্থানের দূরত্ব এবং প্যাকেজিং খরচ বিবেচনা করে থাকে। তাছাড়া ফ্রিজের মত মূল্যবান সম্পদ ডেলিভারি করার জন্য কুরিয়ার সার্ভিস ইন্সুরেন্স করার উপদেশ দিতে পারে। যদি আপনি ইন্সুরেন্স করেন তাহলে ইন্সুরেন্স খরচ ফ্রিজের মোট মূল্যের উপর নির্ভর করবে।
ঢাকার ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে ফ্রিজ কুরিয়ার করার জন্য সর্বোচ্চ ২০০০ টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকে। কবে ফ্রিজের আকার বড় হলে সেক্ষেত্রে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত বিল আসতে পারে। দেশের বাইরে যদি ফ্রিজ পাঠাতে চান তাহলে কুরিয়ার খরচ ১০০ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত হতে পারে। এর সাথে কাস্টম ফি যোগ হতে পারে।
বাংলাদেশের সেরা ১০ টি কুরিয়ার সার্ভিসের নামের তালিকা
গ্রাহকের মালামাল নিরাপদে পৌঁছে দেওয়ার সফলতায় শীর্ষে রয়েছে বাংলাদেশের সেরা দশটি কুরিয়ার সার্ভিস। চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের সেরা দশটি কুরিয়ার সার্ভিসের নামের তালিকা:
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড
- এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস
- জননী কুরিয়ার সার্ভিস
- করতোয়া কুরিয়ার সার্ভি
- সওদাগর এক্সপ্রেস
- এজেআর কুরিয়ার সার্ভিস
- আহাম্মেদ কুরিয়ার সার্ভিস
- ইউ এস বি এক্সপ্রেস
- পাঠাও কুরিয়ার সার্ভিস
- স্টেডফাষ্ট কুরিয়ার সার্ভিস
- ই -কুরিয়ার
- রেডেক্স
- ডিএইচ এল (ইন্টারন্যাশনাল)
- ফেডেক্স এক্সপ্রেস (ইন্টারন্যাশনাল)
- ইউনাইটেড পার্শ্বেল সার্ভিস (ইউ পি এস)
বাংলাদেশে আরো বেশ কিছু কুরিয়ার সার্ভিস রয়েছে। কিন্তু তাদের মধ্যে উপরের এই দশটা কুরিয়ার সার্ভিস বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
আরো পড়ুন
কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস খরচ নিয়ে আমাদের মতামত
কুরিয়ার সার্ভিস এমন একটি প্রতিষ্ঠান যা মানুষের প্রতিনিয়ত কোন না কোন কাজে লাগে। নিরাপদে পণ্য এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা, এর জন্য প্রয়োজন হয় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের। আজকের আর্টিকেলে আমরা কুরিয়ার সার্ভিস কি এবং কুরিয়ার সার্ভিস খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাংলাদেশের কোন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি চার্জ কত আশা করি তা আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।