প্রযুক্তি নির্ভর এই যুগে আপনার জেনে রাখা জরুরী স্মার্ট হোম কি, হোম অটোমেশন কি, স্মার্ট হোম এর সুবিধা ও অসুবিধা, স্মার্ট হোম এর প্রয়োজনীয়তা সম্পর্কে। বর্তমান বিশ্বে প্রায় সবকিছুই প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে, তাই পাল্লা দিয়ে প্রযুক্তি বিপ্লব শুরু হয়েছে।
স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট ব্যাগ সহ ঘরের যাবতীয় সরঞ্জাম যদি স্মার্ট উপরে নিয়ন্ত্রণ করা যায় তাহলে বিষয়টা মন্দ হয় না। যেমন: রিমোট কন্ট্রোল ব্যবহার করে জায়গা থেকে না উঠেই টেলিভিশন কন্ট্রোল করা যায়। স্মার্ট হোমে ঘরে থাকা প্রতিটা যন্ত্রপাতির মত ঘরের দরজা-জানলা ও স্মার্ট ডিভাইসের মাধ্যমে দূর থেকে কন্ট্রোল করা যায়। যখন একটি ঘরের যাবতীয় সরঞ্জাম স্মার্ট সিস্টেমে দূর থেকে কন্ট্রোল করা যায় তখন তাকে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম বলা হয়।
স্মার্ট হমে সবচেয়ে বড় সুবিধা হল এখানে শক্তি ব্যয়ের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। নিচে আমরা স্মার্ট হোম এবং এর সুবিধা অসুবিধ এবং প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পোস্টের বিষয়বস্তু
হোম অটোমেশন কি
বিভিন্ন ডিভাইস এবং সফটওয়্যার এর সমন্বয়ে হোম অটোমেশন সিস্টেম গঠিত। এখানে প্রত্যেকটি ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে প্রত্যেকটি ডিভাইস নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন ডিভাইস এবং সফটওয়্যার এর মাধ্যমে আপনি যখন আপনার ঘরের প্রত্যেকটি সরঞ্জাম নিয়ন্ত্রণ করা যাবে তখন তাকে হোম অটোমেশন বলা যায়। হোম অটোমেশন এর সুবিধা থাকলে আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে আলো, তাপমাত্রা, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি গৃহস্থালীর যন্ত্রপাতি সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন।
যখন একটি বাসা বাড়িতে হোম অটোমেশন এর যাবতীয় সিস্টেম চলতে থাকে তখন তাকে স্মার্ট হোম বলা হয়। বাসা বাড়িতে হোম অটোমেশন এর সিস্টেম চালু থাকলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি আপনার ঘরের যাবতীয় সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন হবে কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল ফোন। স্মার্ট হোম সুবিধায় ঘরের দরজা-জানলা পাসওয়ার্ড বা পিন ব্যবহার করে খুলতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে ঘরের দরজা মোবাইল ফোনের সাহায্যে লক করতে পারবেন এবং খুলতে পারবেন, কারণ হোম অটোমেশনের মাধ্যমে একটি বাসাকে এ স্মার্ট হোম এ পরিণত করা যায়।
স্মার্ট হোম সেটআপ
স্মার্ট হোম সেটআপ এর জন্য প্রয়োজনীয় কিছু স্মার্ট ডিভাইস এবং এক্সেসরিজ বেছে নেওয়া খুবই জরুরী। স্মার্ট হোম সেটআপ এর জন্য যেসব এক্সেসরিজ প্রয়োজন হবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
স্মার্ট হোম সেটআপ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সেসরিজ গুলো প্রয়োজন তা হল:
- অটোমেটিক আলো নিয়ন্ত্রণের জন্য স্মার্ট লাইট,
- অটোমেটিক ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এ স্মার্ট থার্মোস্ট্যাট,
- ভয়েস কমান্ড এর সাহায্যে কাজ করার জন্য স্মার্ট স্পিকার,
- ঘরে সার্বিক নিরাপত্তা প্রদান করার জন্য স্মার্ট ক্যামেরা,
- যেকোনো ডিভাইস স্মার্ট করার জন্য স্মার্ট প্লাগ,
- অতিথিদের সহজে রিকগনাইজ করার জন্য স্মার্ট ডোর বেল,
- ঘরের মেইন ফটক নিরাপদ রাখার জন্য স্মার্ট লক,
- ঘরের আলো নিয়ন্ত্রণের জন্য smart ব্লাইন্ডস।
স্মার্ট হোম এর জন্য বাজেট প্লানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট হোম তৈরি করার আগে আপনার বাজেট সম্পর্কে আগেই ইন্টেরিয়র কে অবগত করুন। যেহেতু এখানে প্রায় সব রকমের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয় তাই ডিভাইস এর দাম বিভিন্ন রকমের হতে পারে।
মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে হাই কোয়ালিটির এক্সেসরিজ দিয়ে স্মার্ট হোম সাজানো যায়। এক্ষেত্রে প্রাথমিক স্তরে খরচ হতে পারে $১০০-$৫০০, মধ্যম স্তরে খরচ হতে পারে $৫০০-$২০০০, এবং সর্বোচ্চ স্তরে খরচ হতে পারে $২০০০+. স্মার্ট হোম এ আপনি চাইলে বেসিক কিছু ডিভাইস কিনে শুরু করতে পারেন। আবার আপনি চাইলে বেস্ট ডিভাইস গুলো কিনে আপনার স্মার্ট ফোন সাজাতে পারেন।
স্মার্ট হোমের সুবিধা
স্মার্ট হোম এর প্রধান সুবিধা হল পৃথিবীর যেকোন প্রান্তে বসে বাসা বাড়ির প্রত্যেকটি সরঞ্জাম নিয়ন্ত্রণ করা যায়। আপনি বাসা বাড়ি থেকে দূরে অবস্থান করেও হঠাৎ কেউ বাড়িতে আসলে তার প্রবেশ অধিকার নিশ্চিত করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। বাড়িতে কোন অতিথি আসতে চাইলে আপনি দূর থেকে দরজার লক খুলে দিয়ে অতিথির আগমন নিশ্চিত করতে পারবেন। স্মার্ট হোম এর দূর থেকে যে শুধু ঘরের দরজা জানলা নিয়ন্ত্রণ করা যায় বিষয়টা এমন নয়। ঘরের আলো জ্বালাতে, থার্মোস্ট্যাট নিয়ন্ত্রণ করা ছাড়াও দূর থেকে বাড়ির সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন।
স্মার্ট হোম এর প্রধান সুবিধা গুলো নিচের বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
১. স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ যোগ্য
স্মার্ট ফোনে ঘরে থাকা বিভিন্ন সরঞ্জাম স্বয়ংক্রিয়ভাবে ফোন বা ভয়েজ কমান্ড এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঘরের আলো, বাতাস, তাপমাত্রা ইত্যাদি সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। যা এই প্রযুক্তির যুগে খুবই গুরুত্বপূর্ণ।
২. শক্তির ব্যবহার কমাতে পারে
আপনার ঘরের বিদ্যুৎ থেকে শুরু করে শক্তির অন্যান্য উৎস স্বয়ংক্রিয়ভাবে দূর থেকে যেহেতু নিয়ন্ত্রণ করা যায় সেহেতু শক্তির ব্যবহার প্রাকৃতিকভাবে কমে আসে। আপনার ঘরে অহেতুক লাইট, ফ্যান, টেলিভিশন চালানো থাকলে আপনি দূর থেকে তা নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারবেন। এতে করে শক্তির অপচয় রোধ হয়।
৩. বাসা বাড়ির সুরক্ষা নিশ্চিত করে
স্মার্ট হোম এ বাসা বাড়ি সুরক্ষার জন্য স্মার্ট লক ব্যবহৃত হয়। দরজা এবং জানলায় স্মার্ট লক থাকার কারণে এটি খুবই নিরাপদ হয়ে থাকে, ফলে চোর, ডাকাত বা অপরিচিত মানুষের থেকে সৃষ্ট ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমে আসে।
৪. দূর থেকে নিয়ন্ত্রণ যোগ্য
কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল ফোনের সাহায্যে পৃথিবীর যেকোন প্রান্তে বসে স্মার্টফোন এর প্রত্যেকটি সরঞ্জাম নিয়ন্ত্রণ করা সম্ভব। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় বহিরাগত কোন ব্যক্তির আগমনে আপনার শংকিত হওয়ার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র দূর থেকে লকগুলো চেক করে নিলেই হবে।
৫. আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করে
স্মার্ট ফোন সুবিধার মধ্যে অন্যতম সুবিধা গুলো হল: আপনি যখন বাড়িতে ফিরবেন তখন স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বলে উঠবে, আপনার যে ঋতুতে যে ধরনের তাপমাত্রা প্রয়োজন তা স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হতে থাকবে। আপনার দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবেন। এভাবেই আপনার আরামদায়ক জীবন নিশ্চিত হয় স্মার্ট হোম এর মাধ্যমে।
৬. সময় বাঁচায়
স্মার্ট হমে আপনি আগে থেকেই সবকিছু নির্ধারণ করে রাখতে পারবেন। যেমন: কখন কফি তৈরি হবে, কখন ব্রেকফাস্ট তৈরি হবে, কখন ঘরের বাতি ও ফ্যান চলবে ইত্যাদি। এতে করে অনেক কাজেই আপনাকে সময় ব্যয় করতে হবে না। ফলে আপনার সময় বাঁচবে।
স্মার্ট হোম এর অসুবিধা
স্মার্ট হোম এর অসংখ্য সুবিধা সম্পর্কে আমরা ইতোমধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছি। স্মার্ট হোম এর কিছু অসুবিধা নিচে তুলে ধরা হলো:
- স্মার্ট ডিভাইস গুলো সম্পূর্ণভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকায় যেকোনো সময় হ্যাকারদের দ্বারা আক্রমন হওয়ার সম্ভাবনা রয়েছে।
- একটি সাধারন ঘর বানাতে যা খরচ হয় স্মার্ট হোম এর ক্ষেত্রে তার অন্তত তিনগুণ বেশি টাকা খরচ হয়।
- যেহেতু প্রত্যেকটি ডিভাইস ইন্টারনেটের সাথে সংযোজিত থাকে তাই ইন্টারনেট বন্ধ হলে বা বিদ্যুৎ চলে গেলে সম্পূর্ণভাবে ডিভাইস গুলো অকেজো হয়ে যায়।
- স্মার্ট হোম এ থাকা প্রত্যেকটি ডিভাইস পরিচালনার জন্য প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। যদি আপনার এ ধরনের জ্ঞান না থাকে তাহলে স্মার্ট হোম আপনার জন্য নয়।
- স্মার্ট হোম এর মালিক যিনি তার ডাটা অনেক সময় চুরি হওয়ার ঝুঁকি থাকে।
- স্মার্ট হোম এর জন্য জটিল সেটআপ এর প্রয়োজন হয়। যারা এ সম্পর্কে বিস্তারিত জানেন না তাদের স্মার্ট হোম এড়িয়ে চলা ভালো।
স্মার্ট হোমের সেবাসমূহ
সুন্দর একটি স্মার্ট ফোন গড়ে তুলতে হলে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি সুন্দর ইকোসিস্টেমের। প্রত্যেকটি স্মার্ট এবং ইকোনমিক ডিভাইসকে একে অপরের সাথে সংযুক্ত করার জন্য ইকো সিস্টেম একটি ভাল প্ল্যাটফর্ম। গুগল নেস্ট, অ্যামাজন ইকো, অ্যাপল হোমকিট এর মধ্যে যেকোনো একটি ইকোসিস্টেম আপনার স্মার্টফোনের জন্য বাছাই করে নিতে পারেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইকো সিস্টেমগুলো তৈরি করা হয় এবং মোবাইলে একটি অ্যাপস ইন্সটল করে এই কৃত্রিম বুদ্ধিমতা নিয়ন্ত্রণ করা যায়। মাইক্রোফোন এবং স্পিকার থাকে এমন একটি ছোট বক্স সহ ডিভাইস ঘরে স্থাপন করে ভয়েস কমান্ড এর মাধ্যমে আপনি আপনার ঘরের অন্যান্য সকল ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। ভয়েস কম্যান্ড এর মাধ্যমে আপনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবেন তা আপনার একজন অ্যাসিস্ট্যান্ট এর মত কাজ করবে। স্মার্ট হোম এর প্রধান সেবা গুলো হলো:
স্মার্ট থার্মোস্ট্যাট
স্মার্ট হোম এ তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য স্মার্ট থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। স্মার্ট থার্মোস্ট্যাট ওয়াইফাই বা অন্য কোন নেটওয়ার্কের সাথে আপনার ব্যবহৃত স্মার্ট ফোন বা স্মার্ট ডিভাইস এর সাথে যুক্ত করে রাখতে পারেন। থার্মোস্ট্যাট নিয়ন্ত্রণের অ্যাপ রয়েছে যা ব্যবহার করে আপনি স্মার্ট থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা আপনার আদেশ অনুযায়ী আপনার বাড়ির প্রত্যেকটি ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি ভয়েস কমান্ড ব্যবহার করে ঘরের অ্যাক্সেসরিজ গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। ভয়েস কমান্ড এর মাধ্যমে লাইট অন, লাইট অফ করা সম্ভব। স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট এর অন্যতম সুবিধা হল আপনার বাড়িতে কোন রকম অস্বাভাবিক কার্যকলাপ ঘটলে তা আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে এলার্ট করে থাকে।
স্মার্ট লাইটিং
স্মার্ট লাইটিং হল একটি অত্যাধুনিক প্রযুক্তি যা দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে। স্মার্ট লাইটিং সরাসরি ভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। এক্ষেত্রে একজন ব্যক্তি “google assistant”, “অ্যামাজন অ্যালেক্সা” এর মাধ্যমে ভয়েস ব্যবহার করে স্মার্ট লাইটিং নিয়ন্ত্রণ করতে পারবেন। স্মার্ট লাইটিং এর আলো আপনার যখন যেমন প্রয়োজন সে অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন।
স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট
স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট এ বিভিন্ন সেন্সর, সফটওয়্যার এবং অ্যালগরিদম ব্যবহার করা হয়ে থাকে যা শিল্প কারখানা, বাসা বাড়ি এবং গাড়ির শক্তি ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়। স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট শক্তি ব্যবহারকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি শক্তিকে অপটিমাইজ করতে সাহায্য করে।
স্মার্ট ইরিগেশন
স্মার্ট ইরিগেশন এর মাধ্যমে আপনি আপনার বাসা বাড়িতে থাকা গাছপালা বা বাগানে স্বয়ংক্রিয়ভাবে পানি দিতে পারবেন। স্মার্ট ইরিগেশন এর সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি আপনার মাটির আদ্রতা, আবহাওয়া এবং গাছের ভিন্নতার উপর ভিত্তি করে পানি কতটুকু দিতে হবে এবং কখন দিতে হবে তা নির্ধারণ করে রাখতে পারবেন।
আরো পড়ুন
এতে করে গাছগুলো পরিমান অনুযায়ী পানি পাবে এবং পানির অপচয় রোধ হবে।
স্মার্ট অ্যাপ্লায়েন্স
স্মার্ট অ্যাপ্লায়েন্স এর আওতায় থাকে স্মার্ট ফ্রিজ, স্মার্ট ওভেন, স্মার্ট ওয়াশিং মেশিন, স্মার্ট লাইট ইত্যাদি। স্মার্ট অ্যাপ্লায়েন্স ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচ কিছুটা কমে যায়, বাড়ি সুরক্ষিত থাকে, স্বয়ংক্রিয়ভাবে সব কাজ করা যায় এবং সময় বাঁচে।
স্মার্ট হোম সম্পর্কিত কিছু প্রশ্নউত্তর
স্মার্ট হোম ডিজাইন কি?
যে আবাসস্থলে ইন্টারনেট সংযোগ রয়েছে এমন ডিভাইস ব্যবহার করে অনেক দূর থেকেও স্মার্ট সিস্টেমগুলো নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা যায় তাকে স্মার্ট হোম ডিজাইন বলে।
হোম অটোমেশন ও স্মার্ট হোম এর মধ্যে পার্থক্য কি?
বিভিন্ন ডিভাইস এবং সফটওয়্যার এর মাধ্যমে আপনি যখন আপনার ঘরের প্রত্যেকটি সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে হোম অটোমেশন বলা যায়। স্মার্ট ডিভাইস এর সাহায্যে যখন একটি ঘরের সব সরঞ্জাম নিয়ন্ত্রণ করা যায় তখন তাকে স্মার্ট হোম বলে।
স্মার্ট হোমে কি কি থাকে?
স্মার্ট হোম এ স্মার্ট স্পিকার, স্মার্ট লাইটিং, স্মার্ট ডোরবেল, রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতি, স্মার্ট থার্মোস্ট্যাট থাকে।
স্মার্ট হোম সম্পর্কে আমাদের মতামত
আমাদের আজকের এই আর্টিকেলে আমরা স্মার্ট হোম কি, স্মার্ট হোম এর সুবিধা ও অসুবিধা, স্মার্ট হোম এর সেবা সমূহ, স্মার্ট হোম এর সুবিধা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। স্মার্ট হোম যেহেতু আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলছে তাই এটা সম্পর্কে আমাদের সবার বিস্তারিত জ্ঞান থাকা জরুরী।
স্মার্ট হোম সম্পর্কে আপনাদের আর কোন প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এবং সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।