২০০০ টাকার মধ্যে রাউটার

২০০০ টাকার মধ্যে রাউটার

২০০০ টাকার মধ্যে রাউটার ক্রয় করতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। বর্তমান সময়ে ২০০০ টাকার মধ্যে ভালো মানের রাউটার পাওয়া যাচ্ছে। মাএ ২০০০ টাকার মধ্যে যেসকল রাউটার রয়েছে এসকল রাউটারের মাঝে কিছু রাউটারের পারফরম্যান্স ও কভারেজ এতোই ভালো, যা আপনাকে অবাক করবে। তাহলে দেরি কেন চলুন জেনে নেওয়া যাক  ২০০০ টাকার মধ্যে রাউটার গুলির সম্পর্কে বিস্তারিত তথ্য।

২০০০ টাকার মধ্যে রাউটার 

বর্তমান সময়ে মাএ ২০০০ টাকার মধ্যে যেসকল রাউটার পাওয়া যায়, তা খুবই দ্রুত গতিসম্পন্ন রাউটার। তবে রাউটারের কোম্পানি ও রাউটারের মান ভেদে ২০০০ টাকার মধ্যে যে রাউটার পাওয়া যায় তার দামে ভিন্নতা লক্ষ্য করা যায়। আপনার বাজেট যদি ২০০০ টাকা হয় তাহলে আপনি বর্তমান সময়ের সেরা ১২টি রাউটার দেখতে পারেন যা আপবার বাসা বাড়িতে কিংবা দোকানে ব্যবহার করার জন্য উপযুক্ত রাউটার। নিম্নে ২০০০ টাকার মধ্যে সেরা রাউটার সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে:

মডেলের নামরাউটারের দাম
Tenda AC6১৬৫০ টাকা
Totolink A300R১৪৫০ –
Mercusys AC1200১৫৫০ –
Tenda Nova MW3১৯০০ –
Netgear R6700১৯৫০ –
Linksys E1200১৮০০-
TP-Link Archer C2১৭০০ –
ASUS RT-AC51U১৮৫০-
D-Link DIR-815১৭৫০ –
TP-Link Archer C6১৯০০ –
Mercusys AC12১৯০০ –
Tenda Nova MW3১৯০০

এসকল রাউটার ছাড়াও আপনি বাজারের আরো কয়েকটি জনপ্রিয় রাউটার সম্পর্কে জেনে নিতে পারেন। এসকল রাউটার বর্তমান সময়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে। যেমন:

TP-Link N300

২০০০ টাকার মধ্যে রাউটার

TP-Link N300 রাউটারটি বর্তমান সময়ে ব্যাপকভাবে জনপ্রিয়তার ফিচার ও ইন্টারনেট স্পিডের কারণে। বর্তমানে রাউটারটি বাংলাদেশের মাত্র ১৬০০ টাকায় । রাউটারটিতে সর্বোচ্চ ৩০০ Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে এবং এতে রয়েছে তিনটি 5bdi হাই গেইন অ্যান্টেনা। এছাড়া রাউটারটিতে বেশ কিছু ফিচার হয়েছে, যা wi-fi নেটওয়ার্কে সুরক্ষিত রাখবে।

Mi Smart Router

২০০০ টাকার মধ্যে রাউটার

যদি আপনি ২০০০ টাকার মধ্যে রাউটার অনুসন্ধান করে থাকেন তাহলে এই রাউটারটি আপনার জন্য হতে পারে অত্যন্ত সাশ্রয়ী। কারণ এই রাউটার এর দাম মাত্র ১৫০০ টাকা এবং রাউটারটি আপনাকে সর্বাধিক পারফরম্যান্স প্রদানের চেষ্টা করবে । রাউটারটি সর্বোচ্চ 300 Mbps স্পিড প্রদান করতে সক্ষম এবং রাউটারটিতে চারটি শক্তিশালী অ্যান্টেনা রয়েছে ইন্টারনেট এর মাধ্যমে মোবাইল ও কম্পিউটার সংযোগ করার জন্য। 

D-Link DIR-615

২০০০ টাকার মধ্যে রাউটার

বাংলাদেশের বাজারে বরাবরই D-Link রাউটার ব্যাপকভাবে জনপ্রিয় । D-Link DIR-615 মডেলের রাউটারটি সাশ্রয়ী মূল্যে ২০০০ টাকার মধ্যে রাউটার গুলির মধ্যে সেরা একটি অপশন । রাউটারটি সর্বোচ্চ ৩০০ Mbps ইন্টারনেট স্পিডে প্রদান করতে সক্ষম ও রাউটারটি বেশ কিছু ফিচার রয়েছে যা প্রাইভেট নেটওয়ার্কের জন্য অতীব গুরুত্বপূর্ণ।

 ভালো রাউটার চেনার উপায় 

ভালো রাউটার চেনার অন্যতম একটি উপায় হচ্ছে রাউটারের গতি,ব্যান্ডউইথ রেঞ্জ, কভারেজ এরিয়া ও প্রয়োজনীয় সকল ফিচার। ভালো রাউটার ক্রয় করার আগে যে সকল বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত তার মধ্যে রয়েছে: 

  • ভালো মানের রাউটার গুলিতে সকল ধরনের ফিচার উপলব্ধ থাকে।
  • সাধারণত একটি ভালো মানের রাউটার থেকে ৫০ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কানেকশন পাওয়া যায়।
  • রাউটারের কভারেজ এরিয়া বেশি থাকে। 

রাউটার কোথা থেকে ক্রয় করবেন 

সাধারণত আর দু হাজার টাকার মধ্যে রাউটার বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান ও অনলাইনে পাওয়া যায়। অনলাইন থেকে ক্রয় করার ক্ষেত্রে আপনি বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট দারাজ ও রকমারি ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে করতে চান সে ক্ষেত্রে আপনি আলিবাবা ও অ্যামাজন থেকে ২০০০ টাকার মধ্যে রাউটার ক্রয় করতে পারেন। 

আরো পড়ুন

২০০০ টাকার রাউটার সম্পর্কে আমাদের মতামত

প্রত্যাশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আজ আমরা আপনাকে ২০০০ টাকার মধ্যে রাউটার গুলির দাম আপনাকে জানাতে পেরেছি। উপরে উল্লেখিত হচ্ছে সকল রাউটার রয়েছে তা সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি রাউটার। যা আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *