আমরা অনেকেই প্রচুর পরিমানে গেম খেলতে পছন্দ করি। কিন্তু অনেক সময় ভালো গেম গুলো খুজে পেতে অনেক সমস্যা পোহাতে হয়। গেম সাধারণত দুই ধরণের পাওয়া যায় – পিসি গেম ও মোবাইল গেম। অনেকেই এমুলেটর ব্যবহার করে মোবাইল গেম গুলোকেই পিসি তে খেলে থাকেন।
আমাদের আজকের আর্টিকেলে আমরা মোবাইলের কয়েকটি ভালো গেম সম্পর্কে আপনাদের জানাবো। যে গেম গুলো অন্যান্য গেমের তুলনায় অনেক বেশি জনপ্রিয় হয়েছে। এখানে আমরা দুটি পেইড গেম ও তিন টি ফ্রি গেইম তালিকায় যুক্ত করেছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গেম আপনি খেলতে পারেন।
পোস্টের বিষয়বস্তু
মোবাইলের জন্য ভালো গেম কোনটি
এন্ড্রয়েড মোবাইলের জন্য অনেক গেম ফ্রি তে প্লে স্টোরে পাওয়া যায়। তবে অনেক গেমের মধ্যে এখানে আমরা সেরা ০৫ টি গেমের তালিকা দিয়ে দিলাম –
১. Genshin Impact
অনেকেই আছেন যারা ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য গেম টি ভালো লাগবে। ২০২০ সালে প্রকাশ করা গেম টি অনেক বেশি জনপ্রিয় হতে থাকে। এই গেম টি আইওএস, এন্ড্রয়েড ও পিসিতে খেলা যাবে। গেম টি একটি স্টোরির উপরে নির্মান করা হয়েছে। যেখানে – আপনার একটি বোন এই তিব্বত শহরে হারিয়ে গেছে এখন আপনাকে তাকে খুজে বের করতে হবে।
গেম গ্রাফিক্স
গেমের সাইজ অনেক বেশি হওয়ার কারণে গেমের গ্রাফিক্স অসাধারণ করা হয়েছে। ওপেন ওয়ার্ল্ড এর ক্ষেত্রে গেম গ্রাফিক্স অনেক ভালো যেমন দরকার ঠিক সেটাই পাবেন এই গেমের মধ্যে।
গেমের ফিচার
- গেমের মধ্যে অনেক বড় একটি শহর দেখতে পাবেন। যেটা মূলত তিব্বত কে ভিজুয়াইলাইজ করা হয়েছে।
- গেমের মধ্যে আপনি সব খানে যেতে পারবেন। এখান থেকে আপনাকে পাজেল সমাধান, গুপ্তধণ খুজে বের করতে হবে। ম্যাপের মধ্যে জঙ্গল ও পাহাড় রয়েছে অনেক যা আপনাকে অন্য ধরণের একটি অনুভুতি দিবে।
- গেমের মধ্যে অনেক ধরণের ক্যারেক্টার আছে যা দিয়ে আপনাকে সার্ভাইভ করতে হবে যুদ্ধ করে। এখানে অনেক ধরণের উইপেন আছে যা দিয়ে সার্ভাইব করতে হবে।
স্টোরি ধরনের ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে পছন্দ করলে আপনার গেম টি খেলা উচিত। তবে আপনার ফোনের র্যাম যদি ৬ জিবির কম হয় তবে ভালো ভাবে খেলতে পারবেন না অনেক বেশি ল্যাগ দেখা যাবে।
২. Among Us
এটা একটা অনলাইন মাল্টিপ্লেয়ার গেমস। ২০১৮ সালে গেম টি রিলিজ করার পরে এটা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও করোনাকালিন সময়ে অনেক বেশি মানুষ পছন্দ করে গেমটি। এই গেমের মধ্যে প্লেয়ার রা দুটো রোল প্লে করতে পারেন – ক্রু ও ইমপোস্টার। এখানে ক্রু দের বিভিন্ন কাজ করতে হবে ম্যাপের মধ্যে ও তাদের মধ্যে ইম্পোশটার মূলত কে তাকে খুজে বের করতে হবে। অন্যদিকে। যারা ইম্পোস্টার তারা ক্রু দের গেম থেকে এলিমেনেট করতে পারবে। ব্যাপক থ্রিল সম্পন্ন গেমটি চাইলে আপনিও খেলতে পারেন।
গ্রাফিক্স কোয়ালিটি
এই গেমের গ্রাফিক্স কোয়ালিটি খুব ভালো যে এমন নয় তবে যেহেতু গেমের মধ্যে ক্যারেক্টার ও সাউন্ড এর ধরণ কার্টুন এর মত তাই ঠিকঠাক বলা যায়।
গেমের ফিচার
- খুব সহজেই গেমটি যে কেউ খেলতে পারবে।
- এটি একটি সামাজিক গেম। গেমের মধ্যে সবার সাথে কথা বলার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারবেন যা আপনার যোগোযোগ দক্ষতা বৃদ্ধি করে দিবে।
- বন্ধুরের সাথে মজা করতে পারবেন।
গেম টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। গেমের সাইজ ৫০০ মেগাবাইটের মত যদি ফোনের র্যাম দুই জিবির বেশি থাকে তবে খেলতে পারবেন কোনো ল্যাগিং সমস্যা ছাড়াই।
৩. Free Fire
এটি একটি ব্যাটল রয়েল গেম। অন্যান্য ব্যাটল রয়েল গেমের মতই এই গেম টি সাজানো হয়েছে। ২০১৭ সালে গ্যারেনা কোম্পানি গেম টি প্রকাশ করে। সময়ের ব্যাবধানে করোনাকালীন সময়ে গেম টি দক্ষিন এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে নেয়। অন্যান্য ব্যাটল রয়েল গেমের সাইজের তুলনায় এই গেমের সাইজ কম হওয়ায় লো ডিভাইসেও মানুষ ব্যাটিল রয়েল এর মজা নিতে পারত।
গেমের গ্রাফিক্স
মূলত অন্যান্য ব্যাটল রয়েল গেমের সাথে যদি তুলনা করা হয় তবে খুব বেশি ভালো নয়। তবে সাইজের মান অনুযায়ী গেমের গ্রাফিক্স মোটামুটি বলা যেতে পারে। তবে দিন দিন গেমটির গ্রাফিক্স ভালো করার চেষ্টা করছে কোম্পানিটি।
গেমের ফিচার
- অন্যান্য ব্যাটল রয়েলের মত এখানে অনেক ক্যারেক্টার আছে।
- অনেক গুলো ম্যাপ আছে যেখানে আলাদা আলাদা মুডে খেলতে পারবেন।
- উইপেন এর আলাদা কালেকসন ও ড্রেস এর কালেকসন ও আছে।
- বন্ধুদের সাথে খেলার সুবিধা আছে।
গেম টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। গেমের সাইজ অনেক কম হলেও গেমের মধ্যে রিসোর্স ডাউনলোড করার ৫ জিবি স্পেস নিয়ে নিবে। তাই ৬ জিবির বেশি র্যাম না থাকলে গেম টি অনেক ল্যাগ দিবে আপনার ডিভাইসে।
৪. Minecraft
এই গেম টি মূলত একটি জাভা এডিসনের পিসি গেম তবে কিছুদিন পূর্বেই এটির একটি প্যাকেট ভার্সব এন্ড্রয়েড এর জন্য প্রকাশ করে। যেখানে গেমের সম্পূর্ণ ফিচার না থাকলেও গুরুত্বপূর্ণ সব গুলো ফিচার এই বিদ্যমান আছে। মাইনক্রাফট মূলত একটি সার্ভাইবাল ডিজাইন এর গেমস। গেম টি তে নিজেদের ক্রিয়েটিভ ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন খুব ভালো ভাবে।
গেম টি আপনি ০৩ টি মুডে খেলতে পারবেন –
- সার্ভাইবাল মুড
- ক্রিয়েটিভ মোড
- এডভেঞ্চার ও স্পেকটেটর মোড
প্রতিটি মোড খেলার জন্য ও আপনি ধরণ অনুযায়ী সহজ ও কঠিন নির্বাচণ করে নিতে পারবেন।
গেমের গ্রাফিক্স
যেহতু এটা একটি জাভা এডিসনের গেম তাই গেমের গ্রাফিক্স আহামরি নয়। খুব অল্প পরিমানে ভিজুয়্যাল আছে তবে গেমটির জনপ্রিয়তার কাছে গ্রাফিক্স এর মান কোনো প্রশ্নই না। যদি আপনি গেম টা খেলেন তবেই বুঝতে পারবেন।
গেমের ফিচার
- মাল্টিপ্লেয়ার আছে যেখানে আপনি হটস্পট এর মাধ্যমে বন্ধুদের সাথে খেলতে পারবেন আর ইন্টারনেট এর মাধ্যমেও পারবেন।
- মোবাইল ভার্সনের ক্ষেত্রে ও নিয়মিত গেম টি আপডেট করা হয়।
- খুব সহজেই কন্ট্রোল করার জন্য কন্ট্রোল প্যানেল সহজ ভাবে সাজানো হয়েছে।
গেম টি আপনারা প্লে স্টোরে পাবেন তবে ফ্রি তে খেলতে পারবেন না কারণ গেম টি একটি পেইড গেমস। তাই আপনাকে ক্রয় করেই গেম টি উপভোগ করতে হবে।
৫. The Room Series
আপনি কি পাজেল গেমস পছন্দ করেন? যদি আপনি পাজেল গেমস পছন্দ করেন তাহলে দ্যা রুম সিরিজ এর সব গুলো গেম আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এই সিরিজে অনেক গুলো স্টোরি টাইপ পাজেল গেম আছে। যেখানে স্টোরি অনুযায়ী আপনাকে বুদ্ধি ব্যবহার করে পাজেল সমস্যা সমাধান করে ধাপ পার করতে হবে।
এখানে একজন স্টোরি বলবে এবং আপনাকে বিভিন্ন ক্লু দেয়া হবে যেগুলো আপনাকে ভেবে ভেবে সমাধান করতে হবে।
গেমের গ্রাফিক্স
গেমের গ্রাফিক্স অসাধারণ মানের। গেমের সাইজ অনেক বেশি নয় তবে এই সাইজের মধ্যে এত সুন্দর গ্রাফিক্স ও সাউন্ড ডিজাইন অনেক প্রশংসা পেয়েছে।
গেমের ফিচার
- সুন্দর ডিজাইন করা পাজেল গেম যা অন্যান্য গেম থেকে অনেক আলাদা।
- অসাধারণ গ্রাফিক্সের সাথে সাউন্ড ডিজাইন।
- স্টোরি বলার মধ্য দিয়ে আপনাকে একটি অদ্ভুত জগতে প্রবেশ করাবে।
- সহজেই কন্ট্রোল করা যায়।
- কোনো ধরণের বিজ্ঞাপণ নেই।
গেম টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তবে গেম টি পেইড। যদি আপনার ফোনের র্যাম ২ জিবি হয় তাহলে গেম টি অনেক ভালোভাবেই উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন
ভালো গেম সম্পর্কে আমাদের মতামত
ভালো গেম আর্টিকেলে আমরা এ সময়ের জনপ্রিয় ০৫ টি এন্ড্রয়েড গেম সম্পর্কে আপনাদের জানালাম। গেমগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।