শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও এখন গেম খেলার প্রতি বেশ আগ্রহী। যারা গেম খেলতে খুব পছন্দ করেন তাদের মানসিক শান্তি বলতে শুধুমাত্র গেমকেই বুঝে থাকেন। যারা গেমার রয়েছেন তারা অনেক নামিদামি বিভিন্ন দেশের গেম খেলে থাকেন। কিন্তু আপনি কি কখনো বাংলাদেশের গেম খেলেছেন? বাংলাদেশেও এমন কিছু গেম রয়েছে যেগুলো আপনাকে খুব বেশি প্রাণবন্ত করে তুলতে পারে এবং আপনি পরবর্তীতে বাংলাদেশী গেমের প্রতি আকৃষ্ট হতে পারেন।
যখন একটি গেমের গ্রাফিক্স সুন্দর হয়, গেমের সাউন্ড কোয়ালিটি ভালো থাকে, গেমের মধ্যে বাগ কম থাকে এবং গেমের কন্ট্রোল সিস্টেম স্মুথ থাকে তখন সেই গেমকে আমরা একটি সেরা গেম বলতে পারি। বাংলাদেশেও এমন কিছু গেম রয়েছে যা ভালো মানের গেম কোয়ালিটির সাথে মিলে যায়। আজকের এই আর্টিকেলে আমরা বর্তমান সময়ে বাংলাদেশের সেরা গেম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পোস্টের বিষয়বস্তু
বাংলাদেশের সেরা গেম কোনটি
বর্তমান বছরে বাজারে এসেছে এমন বিভিন্ন ধরনের গেম রয়েছে। বলে রাখা ভালো, বিগত বছরের তুলনায় এসব গেমগুলোর গ্রাফিক্স ভালো, কন্ট্রোল সিস্টেম এবং সাউন্ড কোয়ালিটি ভালো। চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের সেরা গেমের তালিকা:
- Odommo Ekattor
- Bigganer Rajjo
- Bus simulator Bangladesh
- Reality escape
- Battle Mobile Bangladesh
- Endless runner
- Endless Dhaka
- Bidesh Jai
- 71 Hit & Run
উপরোক্ত গেমগুলো বর্তমানে তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষ খেলতে পছন্দ করছে। নিচে আমরা গেমগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
Odommo Ekattor
বাংলাদেশের রানিং এবং শুটিং গেম গুলোর মধ্যে অদম্য ৭১ গেমটি অন্যতম। মূলত অদম্য একাত্তর গেম এর মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে খেলার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তরুণদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই অদম্য ৭১ গেমটি তৈরি করা হয়েছে। এখানে গেমার দের কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনা Odommo Ekattor গেমের মাধ্যমে কিশোরদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
Bigganer Rajjo
বাংলাদেশে প্রচলিত সবগুলো গেমের মধ্যে Bigganer Rajjo গেমটির গ্রাফিক্স সব থেকে ভালো। এটি যেহেতু একটি বাংলাদেশি গেম তাই সুন্দর একটি বাংলাদেশি প্রেক্ষাপট নিয়ে গল্প এই গেমের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই গেমটির প্রধান প্রেক্ষাপট হল, এখানে একটি ছোট ছেলে দ্বীপের মধ্যে আটকে যায়, এবং একজন ব্যক্তি ছেলেটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। মূলত ছেলেটাকে বাঁচানো নিয়ে এই গেমটার প্রেক্ষাপট সাজানো হয়েছে। আপনারা যারা সুন্দর গ্রাফিক্সের গেম খুঁজছেন তাদের জন্য Bigganer Rajjo গেমটি খুবই ভালো হবে বলে আমরা আশা করছি।
Bus simulator Bangladesh
আমরা যারা বাংলাদেশী গেম খেলি তারা অনেকেই জানেন বাংলাদেশি গেমগুলোর রোড এবং ট্রাফিক বাইরের কান্ট্রির মতো সাজানো হয়ে থাকে। কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে গেমাররা বাংলাদেশী ট্রাফিক, বাংলাদেশের রোড ম্যাপ এবং বাংলাদেশী বাস এর মাধ্যমে গেম খেলতে পারেন। বাস সিমুলেটর বাংলাদেশ গেম এর অন্যতম মজার দিক হলো, বাংলাদেশী বাস হেলপাররা যে ধরনের সাউন্ড ব্যবহার করে থাকেন এখানে ঠিক একই ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়েছে। বাংলাদেশী হেলপাররা যেমন ড্রাইভারকে বলেন: ওস্তাদ বামে গাড়ি আছে.. একইভাবে এই গেমের মধ্যেও একই ধরনের সাউন্ড শুনতে পাওয়া যায়, যা গেমটা কে আরো বেশি রিয়েলিস্টিক করে তোলে। যেহেতু লোকাল বাসের আসল সাউন্ড গেমটির মাধ্যমে পাওয়া যায় তাই বাস গেমগুলোর মধ্যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি অন্যতম।
Reality escape
বাংলাদেশের প্রথম ওপেন রয়েল গেম হল রিয়েলিটি স্কেপ গেম। একটি ভাল মানের গেমে যে ধরনের ফিচার থাকা জরুরী সবগুলো ফিচার একত্র করে রিয়েলিটি স্ক্যাপ গেমটি তৈরি করা হয়েছে যা ২০২৩ সালে রিলিজ করা হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন পোস্টার এই গেমের মাধ্যমে দেখা সম্ভব, আপনি চাইলে প্লে স্টোর থেকে যেকোনো সময় গেমটি ডাউনলোড করতে পারেন। যে তুই গেমের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টটা যখন তখন দেখা সম্ভব তাই এই গেমটি বাংলাদেশের অন্যান্য গেমের চেয়ে কিছুটা ভিন্ন। এছাড়া বাংলাদেশের যে কয়েকটি হাই কোয়ালিটি গ্রাফিক্স গেম রয়েছে তার মধ্যে এই গেমটি অন্যতম। এই গেমটি খেলার সময় আপনাকে বিভিন্ন ধরনের মিশন ফুলফিল করার জন্য চ্যালেঞ্জ করা হয়ে থাকে। যেহেতু গেমটি একটু ওপেন রয়েল গেম কিন্তু সেই হিসেবে গেমের সাইজ তুলনামূলকভাবে অন্যান্য গেম এর চেয়ে বেশ কম।
Battle Mobile Bangladesh
ব্যাটল মোবাইল বাংলাদেশ গেমের অন্যতম ফিচার হলো এখানে আপনি গেমের হোম লবিতে বাংলাদেশের ম্যাপ পর্যবেক্ষণ করতে পারবেন। বাংলাদেশের ডেভলপার কর্তৃক গেমটি ডেভেলপ করা হয়েছে যার ভেতরে দুটি ম্যাপ রয়েছে। ম্যাপ দুটি হল: টি ডি এম এবং অপরটি ব্যাটল রয়েল। ব্যাটেল মোবাইল বাংলাদেশ গেমের আরেকটি ভালো ফিচার হলো: এখানে আপনি চাইলে হাই গ্রাফিক্সের গেমটি খেলতে পারবেন এবং চাইলে লো গ্রাফিক্সের মাধ্যমে ও গেমটি খেলতে পারবেন। বাংলাদেশের যে কয়েকটি ব্যাটল রয়েল গেম রয়েছে তার মধ্যে এই গেমটি কিছুটা ভিন্ন। কারণ অন্যান্য গেমে জোন নির্ধারণ করা থাকলেও ব্যাটল মোবাইল বাংলাদেশে কোনরকম জোন নির্ধারণ করা নেই। তবে জোন নির্ধারণ করা না থাকলেও এখানে সময় নির্ধারণ করা হয়েছে যার মধ্যে আপনাকে শত্রুদেরকে মেরে ফেলতে হবে।
Endless runner
বাংলাদেশের জনপ্রিয় গেম গুলোর মধ্যে Endless runner অন্যতম। সাবওয়ে সার্ফার গেম এর ফিচার নিয়ে এই গেমটি তৈরি করা হয়েছে। গেমটি খেলার সময় আপনি সরাসরি বাংলাদেশের রাস্তার ফিল পাবেন। বাংলাদেশের রাস্তায় দুই পাশে থাকা পোস্টার এর মত এখানে আপনি বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পাবেন যা আপনার কাছে রিয়েলস্টিক মনে হবে। গেমটি খেলার সময় আপনাকে কয়েন কালেক্ট করতে হবে এবং এখানে আপনি দুটি ক্যারেক্টার পাবেন। এছাড়া গেমটির মধ্যে রয়েছে দুইটি ম্যাপ যা আনলক করার জন্য কয়েন ব্যবহার করতে হবে। তবে এই গেমটি খেলার জন্য আপনার ফোনের মেমোরি কমপক্ষে ২ জিবি অবশ্যই থাকা লাগবে।
Endless Dhaka
বাংলাদেশের প্রথম কার রেসিং গেম হলো Endless Dhaka. বাংলাদেশী ম্যাপের মধ্যে রেসিং করার জন্য এই গেমটি সবচেয়ে পারফেক্ট। বাংলাদেশের রাস্তায় বন্ধুদের সাথে কার রেসিং করার জন্য এই গেমটি খেলতে পারেন। গেমটির অন্যতম ফিটার হলো এখানে আপনি মাল্টিপ্লেয়ার মুড ব্যবহার করতে পারবেন। যেহেতু বাংলাদেশী মানুষ বাংলাদেশের রাস্তায় চলাচল করে অভ্যস্ত সেহেতু বাংলাদেশীদের কাছে বাংলাদেশের রাস্তায় চলাচল করা বেশ উপযোগী বলে মনে হবে। এই গেমটি সাইজ অন্যান্য গেম থেকে বেশ কম বিধায় আপনার মোবাইলের কনফিগারেশন যদি কমপক্ষে ১ জিবি থাকে তাহলে আপনি গেমটি ইন্সটল করে খেলতে পারেন।
Bidesh Jai
বাংলাদেশের শিক্ষামূলক গেম গুলোর মধ্যে “বিদেশ যাই” গেমটি অন্যতম। দেশ থেকে যখন একজন মানুষ বিদেশ যায় তখন তাকে কি কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় এবং কি কি বুদ্ধি খাটিয়ে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যায় তা নিয়েই এই গেমটির ফিচার সাজানো হয়েছে। বিদেশে যাওয়ার জন্য একজন বাংলাদেশীকে কি কি ঝামেলা মোকাবেলা করতে হয় তাও এই গেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গেমটির অন্যতম ভালো দিক হলো এখানে বাংলা ভাষা শুনতে পাওয়া যায় এবং বাংলা ভাষা ব্যবহার করা যায়। যাদের কাছে ইংরেজি একটু কঠিন লাগে এবং বাংলা সহজ লাগে তাদের জন্য এই গেমটি বেশ আনন্দদায়ক এবং উপভোগ্য হবে বলে মনে করি।
71 Hit & Run
বাংলাদেশের থ্রিডি একশন গেম গুলোর মধ্যে 71 Hit & Run গেমটি অন্যতম। এই গেমের মূল ফিচার হলো: এখানে বাংলাদেশী গেমাররা বাংলাদেশী ম্যাপ ব্যবহার করতে পারেন। এবং এখানে যেসব ঘরবাড়ি এবং রাস্তাঘাট দেখানো হয় তার সবই বাংলাদেশী ঘরবাড়ি এবং রাস্তাঘাটের মতোই। এবং এখানে থ্রিডি একশন ব্যবহার করে ফুল এক্সাইটমেন্ট এর মাধ্যমে গেমটি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা সম্ভব। প্লে স্টোর থেকে সরাসরি গেমটি ডাউনলোড করে আপনারা খেলতে পারেন
71 Hit & Run গেমটি। বাংলাদেশী ফিচার ব্যবহার করে যেহেতু গেমটি তৈরি করা হয়েছে তাই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত গেমটি খেলে ইনজয় করতে পারবেন বলে আশা করি।
বাংলাদেশের নতুন গেম
বাংলাদেশের বিভিন্ন গেম সম্পর্কে আমরা গুলোরইতোমধ্যে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। নতুন নতুন গেম বাজারে নিয়ে আসা হচ্ছে গেমপ্রেমীদের জন্য। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর বাজারে আসা গেমগুলোর মধ্যে অন্যতম গেম হলো আগন্তুক এবং জিরো আওয়ার গেম। নিচে আমরা এই দুটি গেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব:
আগন্তুক
আগুন্ত গেমের মাধ্যমে মাফিয়া জগতের গল্প বোনা হয়েছে। যারা ঢাকা শহরের অলিতে গলিতে দাপিয়ে বেড়ানো স্বপ্ন দেখেন তাদের জন্য আগন্তুক গেমটি অন্যতম সেরা আকর্ষণীয় গেম হতে পারে। ঢাকা শহরের পুনঃকল্পিত এক দৃশ্যায়নের আগন্তুক গেমটি ওপেন ওয়ার্ল্ড একটি গেম। স্টুডিও আতৃত এবং এম৭ প্রোডাকশনের একটি যৌথ প্রকল্প হিসেবে গেমটি বাজারে আনা হয়েছে। গত বছর আগন্তুক গেমটি রিলিজ করার পর থেকেই দর্শকদের মাঝে গেমটি নিয়ে প্রবল উন্মাদনা সৃষ্টি হয় যা বর্তমান সময় পর্যন্ত স্থায়ী রয়েছে।
জিরো আওয়ার গেম
আগন্তুকের পাশাপাশি আরেকটি সুন্দর গেমের নাম হল জিরো আওয়ার গেম। আতৃত এবং এম৭ এর যৌথ প্রযোজনায় গেমটি বাজারে আনা হয়েছে। এই গেমটি একটি ধীরগতির অনলাইন technical শুটার গেম। বৈশ্বিক পরিসরে মুক্তি পাওয়ার পর গেমটি বেশ সাড়া লাভ করেছে। বর্তমান সময়ে যে গেমগুলো বাজারে এসেছে সে গেমগুলোর থেকে জিরো আওয়ার গেম কিছুটা ভিন্ন প্রকৃতির। কারণ এই গেমে রয়েছে বাস্তব সম্মত কুশলী এবং দলগত পরিকল্পনা। এখানে খেলোয়াড়রা দুটি ভূমিকা বেছে নিতে পারে, একটি হলো: সোয়াট টাস্ক ফোর্স এবং অন্যটি হল সন্ত্রাসী। এখানে খেলোয়াড়রা আক্রমনের সাজসজ্জা পরিধান করার পর যুদ্ধটাকে নিজের অনুকূলে আনার জন্য অস্ত্রশস্ত্র, ঢাল-তলোয়ার, ফাঁদ এবং বিভিন্ন গ্যাজেট ব্যবহার করতে পারে। এটি এমন একটি গেম যা ‘রেইনবো সিক্স সিজ’ এর মত গেমাররাও গেমটি খেলতে পছন্দ করবেন বলে আশা করি।
আরো পড়ুন
বাংলাদেশের সেরা গেম নিয়ে আমাদের মতামত
যারা নিয়মিত গেম খেলতে ভালোবাসেন তারা অপেক্ষায় থাকেন নতুন করে কোন গেম এলো এবং কোন গেমের ফিচার ভালো সে সম্পর্কে। যারা বাইরের দেশের গেম খেলেন তারা চাইলে আমাদের দেশের গেম গুলো ট্রাই করে দেখতে পারেন। আজকের রাইটে গেলে আমরা বাংলাদেশের সেরা গেম নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। যারা বাংলাদেশী গেম সম্পর্কে জানতে চাচ্ছিলেন আশা করি আজকের আর্টিকেলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।