মোবাইল নাম্বার দিয়ে যে কোনো সময়ে সম্পূর্ণ কল লিস্ট ফ্রি তে বের করা যায়। অনেক সময়ে আমাদের কল লিস্ট বের করার প্রয়োজন হয় তবে আমরা অনেকেই জানিনা কিভাবে যে কোনো সিমের কল লিস্ট বের করা যায়। তবে আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানাবো কিভাবে যে কোনো সিমের কল লিস্ট মাত্র কয়েক মিনিটে বের করে নিবেন।
পোস্টের বিষয়বস্তু
নাম্বার দিয়ে কল লিস্ট বের করার উপায়
কল লিস্ট বের করার অনেক উপায় রয়েছে। যেমন – আপনি আপনার ফোনের ডায়াল প্যাড থেকে কল লিস্ট বের করে নিতে পারবেন। তবে যদি মোবাইল ফোন থেকে কল লিস্ট গুলো ডিলিট হয়ে যায় বা অন্য কারো নাম্বারের কল লিস্ট যাচাই করতে চান তবে আজকের দেয়া উপায় গুলো অনুযায়ী কাজ করতে হবে।
তবে সিম অনুযায়ী আলাদা আলাদা এপস ইন্সটল করে নিতে হবে। শুরুতে অবশ্যই যাচাই করে নিতে হবে আপনি যে সিমের বা নাম্বারের কল লিস্ট বের করবেন সেটা সক্রিয় সিম কার্ড হতে হবে। পাশাপাশি উক্ত নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটি কোড নাম্বার যাবে যেটি আপনার প্রয়োজন হবে। যদি উক্ত বিষয় গুলো থাকে তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনি সহজেই যে কোনো নাম্বারের কল লিস্ট বের করবেন খুব সহজে।
১. জিপি সিমের কল লিস্ট বের করার নিয়ম
আপনি যদি জিপি সিমের নাম্বারের কল লিস্ট বের করতে চান তাহলে মাত্র কয়েক মিনিটে আপনার স্মার্ট ফোন দিয়ে যে কোনো জিপি নাম্বারের কল লিস্ট বের করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে:
- সবার প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে MY GP এপস লিখে সার্চ দিতে হবে।
- সবার প্রথমে যে এপস টি আসবে সেটা ইন্সটল করতে হবে।
- ইন্সটল করে ওপেন করার পর যে সিমের বা নাম্বারের কল লিস্ট বের করতে সেটা দিতে হবে।
- উক্ত নাম্বারে একটি কোড যাবে কোড দিয়ে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পরে অনেক অপসন পাবেন সেখান থেকে See More অপসনে যেতে হবে।
- যাওয়ার পর Usage History এর আরেকটি অপসন পাবেন সেখানে ঢুকতে হবে।
- এখানে ঢোকার পর Call History অপসন পাবেন।
আর এখানে সর্বশেষ ৩০ দিনের সম্পুর্ণ কল লিস্ট পেয়ে যাবেন। কোন নাম্বারে কতক্ষন কল দেয়া হয়েছে কত টাকা চার্জ কাটা হয়েছে সব কিছু।
২. বাংলালিংক সিমের কল লিস্ট বের করার উপায়
আপনি যদি বাংলালিংক সিম এর কল লিস্ট বের করতে চান তাহলে খুব সহজেই সেটা বের করে নিতে পারবেন। এজন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে:
- প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে MY BL এপস টি ইন্সটল করে নিতে হবে।
- ইন্সটল করা হয়ে গেলে এপস টি ওপেন করে যে নাম্বারের কল লিস্ট বের করতে চান উক্ত নাম্বার টি দিয়ে সাইন আপ করতে হবে।
- সাইন আপ হয়ে গেলে এপের মধ্যে ঢুকে ম্যানু অপসনে যেতে হবে।
- সেখানে আপনি Usage History এর একটা অপসন পাবেন।
- এর পরে আপনাকে Minutes অপসনে যেতে হবে।
এবার এখানে আপনার সকল কল লিস্ট দেখতে পারবেন।
৩. রবি সিমের কল লিস্ট বের করার উপায়
রবি সিমের কল লিস্ট খুব সহজেই বের করে নিতে পারবেন। রবি সিমের কল লিস্ট বের করার জন্য শুধু মাত্র একটি স্মার্ট ফোন ও উক্ত সিমের নাম্বার টি দরকার হবে। যদি সব কিছু থাকে তবে নিচের স্টেপ গুলো ফলে করুন:
- সবার প্রথমে প্লে স্টোর থেকে My Robi এপস টি ফোনে ইন্সটল করে নিতে হবে।
- এপস টি ওপেন করার পরে এখানে রবি নাম্বার দিতে হবে। নাম্বারে কোড যাবে সেটা দিয়ে সাইন আপ সম্পন্ন করতে হবে।
- এবার এখানে অনেক অপসন পাবেন সেখান থেকে See More অপসনে যেতে হবে।
- এবার এখানে আপনি Call History অপসন পাবেন। সেখানে ঢুকলে সকল লিস্ট দেখে নিতে পারবেন।
৪. এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়
উপরে আমরা জিপি, রবি ও বাংলালিংক সিমের কল লিস্ট বের করার উপায় দিয়েছি। তবে এবার চলুন জেনে নেই কিভাবে এয়ারটেল সিমের কল লিস্ট কিভাবে সহজেই বের করে নিতে পারবেন। এজন্য আপনি শুধু নিচের স্টেপ অনুযায়ী কাজ করুন:
- প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে My Airtel এপস টি ইন্সটল করে নিতে হবে।
- ইন্সটল করা হয়ে গেলে আপনি যে নাম্বারের কল লিস্ট বের করবেন উক্ত নাম্বার দিয়ে সাইন আপ সম্পন্ন করে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পরে আপনারা ম্যানু অপসনে Call History অপসন পেয়ে যাবেন। যেখান থেকে আপনারা সহজেই কল লিস্ট দেখতে পারবেন।
আরো পড়ুন
নাম্বার দিয়ে কল লিস্ট বের করার উপায় সম্পর্কে আমাদের মতামত
কল লিস্ট বের করার নিয়ম আর্টিকেলে আমরা জানালাম, কিভাবে আপনি সহজেই যে কোনো সিমের বা নাম্বারের কল লিস্ট নিজে নিজে কয়েক মিনিটের মধ্যে বের করে নিতে পারবেন। যদি এ সম্পর্কে আপনার আরো কোনো প্রশ্ন থাকে তবে আমাদের মন্তব্য করে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন, ধন্যবাদ।