আমাদের মধ্যে অনেকেই সময় পার করার জন্য অনেক ধরনের গেম খেলে থাকি। সময় পার করার ক্ষেত্রে অফলাইনের জনপ্রিয় গেম গুলোর মধ্যে দৌড়ানোর গেম অনেক জনপ্রিয়। আপনি যদি সেরা ১০ টি দৌড়ানোর গেম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেল টি দেখতে পারেন।
পোস্টের বিষয়বস্তু
দৌড়ানোর গেম
সাধারণত দৌড়ানোর গেম গুলো যে কোনো বয়সের মানুষের পছন্দ হবে। তবে অনেক গেম থাকলেও এখানে আমরা মোট ১০ টি অফলাইন দৌড়ানোড় গেম এর তালিকা তৈরি করেছি। যেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী গেম গুলো আপনার মোবাইল ফোনে খেলতে পারেন –
১. Subway surfers
সাবওয়ে সার্ফার একটি এন্ডলেস দৌড়ানোর গেম। ২০১২ সালে রিলিজ হওয়া এই গেম টি অনেক বেশি জনপ্রিয়। সিম্পল স্টোরি নিয়ে গেম টি বানানো। যেখানে – মূল ক্যারেক্টার রোডে গ্রাফিতি আকে যার জন্য পুলিশ তাকে ধাওয়া করে। আপনাকে ক্যারেক্টার প্লে করতে হবে। শুধু দৌড়াতে হবে সামনে অনেক ধরণের বাধা আসবে সেগুলো অতিক্রম করতে হবে কন্ট্রোল করে।
- গ্রাফিক্স: গেম টি অনেক পুরাতন হলেও দিন দিন গেম টি আপডেট করা হয় সাথে গ্রাফিক্স এর মান ও বেশ ভাল। মাঝে মাঝে কালারফুল গ্রাফিক্স পরিবর্তন হয় যেটা নির্ভর করে অন্য সিটিতে যাওয়ার উপরে।
- কন্ট্রোল: সাবওয়ে সারফার গেম টি অনেক সহজ ভাবে কন্ট্রোল করা যায়। এখানে, নতুন ক্যারেক্টার অ বিভিন্ন বোর্ড ও আছে।
গেম টি আপনারা প্লে স্টোর থেকে ফ্রি তে ইন্সটল করতে পারবেন। তবে গেমের মধ্যে বিভিন্ন আইটেম ক্রয়ের জন্য টাকা দিতে হবে। তবে কয়েন সংগ্রহ করেও সেগুলো কিনতে পারেন।
২. Temple Run
বেশ জনপ্রিয় একটি এন্ডলেস দৌড়ানোর গেম হলো এটি। ২০১১ সালে রিলিজ করা হয় তখন থেকেই গেম টি ব্যাপক জনপ্রিয় হয়েছে। গেমের স্টোরি খুবই সাধারণ। যেখানে আপনাকে ক্যারেক্টার প্লে করতে হবে। ক্যারেক্টার টি একটি টেম্পল থেকে দৌড় শুরু করে যাকে একটি মানকি ধাওয়া করে। গেমের কাজ হলো যতদূর সম্ভব দৌড়ানো ও কয়েন কালেক্ট করা।
৩. Minion Rush
জনপ্রিয় দৌড়ানোর গেম গুলোর মধ্যে আরো একটি সেরা গেম হলো মিনিয়ন রাস। ২০১৩ সালে গেম টি রিলিজ করা হয়। মিনিয়ন ক্যারেক্টার টি অনেকেই চিনে থাকবেন যদি আপনি মিনিয়ন এর মুভি গুলো দেখেন। এই গেমের মধ্যে অনেক মিসন পাবেন। এটাও যেহেতু একটা এন্ডলেস গেম যার কোনো শেষ নেই তাই গেম টি আপনাকে এডিকসন করতে পারে। গেমের গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো এ ছাড়াও গেমের কন্ট্রোল খুব সাধারণ।
৪. Rail Rush
দৌড়ানোর গেম গুলোর মধ্যে আরো একটি মজার গেম হলো রেইল রাস। ২০১২ সালে গেম টি রিলিজ করার পরে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। এখানে প্লেয়ার কে একটা মাইনের মধ্যে রেইল এর মাধ্যমে দৌড়াতে হবে। যেখানে সামনে অনেক ধরণের বাধা আসবে। সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
গেমের গ্রাফিক্স এর মান ও কন্ট্রোল বেশ ভালো। গেমের ভিজ্যুয়াল কোয়ালিটি বেশ ভালো ভাবে ডিজাইন করা হয়েছে। এখানে অনেক ধরণের ক্যারেক্টার ও আপগ্রেড ফিচার আছে। বিভিন্ন ধরণের মিশন খেলার মাধ্যমে অধিক কয়েন অর্জন করতে পারবেন।
৫. Talking Tom Gold Run
এটি ও একটি এন্ডলেস দৌড়ানোর গেম। ২০১৬ সালে গেম টি রিলিজ করা হলে গেম টি ধিরে ধিরে জনপ্রিয়তা পায়। আমাদের অনেকের একটা প্রিয় ক্যারেক্টার হলো টম। কারণ অনেকেই হয়ত টকিং টম এপস ব্যবহার করে বিভিন্ন ভাবে মজা করেছি। এখানে গেমের মধ্যে মূল ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছে টম ক্যারেক্টার।
গেমের স্টোরি হলো টম ও তার বন্ধুদের থেকে কিছু গোল্ড একটা চোর নিয়ে গেছে। এখন আপনাকে দৌড়াতে হবে আর কয়েন কালেক্ট করতে হবে। সামনে অনেক ধরণের বাধা আসবে সেগুলো ভালো ভাবে অতিক্রম করতে হবে।
গেমের গ্রাফিক্স বেশ ভালো। এখানে বিভিন্ন ধরণের মজার কিছু ক্যারেক্টার দেয়া আছে। সুন্দর ভিজুয়াল ডিজাইন করা। বিভিন্ন ধরণের পাওয়ার আপগ্রেডার ও গাড়ি আছে গেমটির মধ্যে।
৬. Sonic Dash
এটিও একটি এন্ডলেস দৌড়ানোর গেম। গেম টি ২০১৩ সালে রিলিজ করা হয়। দৌড়ানোর গেম গুলোর মধ্যে অনেক জনপ্রিয় একটি গেম এটি। গেম টির মধ্যে 3D পরিবেশ দেয়া হয়েছে যা ভিজুয়াল কোয়ালিটি বাড়িয়ে দিয়েছে বহুগুনে। এখানে অনেক গুলো ক্যারেক্টার আছে যা আপনাকে কয়েন দিয়ে আনলক করতে হবে। ডেইলি মিশন ছাড়াও গেমের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ সম্পন্ন করে বাড়তি কয়েক অর্জন করার সুবিধা আছে। গেমের গ্রাফিক্স বেশ সুন্দর ও কন্ট্রোল বেশ স্মুথ করা হয়েছে।
৭. Running Pet
দৌড়ানোর গেম গুলোর মধ্যে আরো একটি জনপ্রিয় গেম হলো রানিং পেট। এখানে গেমের স্টোরি একদম সাধারণ। যেখানে গেমের মধ্যে থাকা মূল ক্যারেক্টার পেট এবং তার বন্ধুরা একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে চায়। যার জন্য দরকার অনেক কয়েন এর। এখানে আপনাকে গেমের মধ্যে যত বেশি দরকার কয়েন কালেক্ট করতে হবে।
দৌড়ানোর সময় বিভিন্ন ধরণের বাধা আসবে সামনে যা আপনাকে সফল ভাবে অতিক্রম করতে হবে। এখানে স্কেচ বোর্ড, সিটি রোড, জঙ্গল রোড ইত্যাদি স্থান গুলোতে দৌড়াতে হবে। গেমের গ্রাফিক্স কোয়ালিটি ও ভিজুয়াল বেশ চোখে লাগার মত।
৮. Blades Of Brim
সাবওয়ে সারফার মত একটি জনপ্রিয় এন্ডলেস দৌড়ানোর গেম এটি। ২০১৫ সালে গেম টি রিলিজ করা হলে গেম টি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে নেয়। এখানে দৌড়ানোর পাশাপাশি আপনাকে ফাইট ও করতে হবে। গেমের স্টোরি হলো – গেম টি একটি ফ্যান্টাসি সিটিতে শুরু হয়। যেখানে আপনাকে হিরো কে কন্ট্রোল করতে হবে। হিরোর মাধ্যমে মন্সটার ও কিংডম কে পরাজিত করতে হবে ও দৌড়াতে হবে। পাশাপাশি আপনাকে কয়েন ও কালেক্ট করতে হবে।
গেমের গ্রাফিক্স বেশ অসাধারণ ও সুন্দর ভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে। গেমের কন্ট্রোল অনেক সহজ হওয়ায় যে কেউ চাইলে গেম টি কন্ট্রোল করতে পারবে। বিভিন্ন মিশন আছে ও বিভিন্ন ক্যারেক্টার আছে যা কয়েন এর মাধ্যমে আনলক করতে হবে।
৯. Jumanji Epic Run
আমরা অনেকেই হয়ত জুমানজি মুভি টা দেখেছি। মুভির মূল ক্যারেক্টার হলো রক। যাকে কম বেশি আপনারা সবাই চিনেন। মূলত তাকে এনিম্যাটেড করেই এই গেমের ক্যারেক্টার হিসেবে দেয়া হয়েছে। গেমের স্টোরি হলো আপনাকে দৌড়াতে হবে ও কয়েন কালেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরণের ম্যাপ দেয়া আছে।
১০. Lara Croft
অন্যান্য দৌড়ানোর গেমের থেকে এটা একটু ভিন্ন ধরণের গেম। এখানে দৌড়ানোর পাশাপাশি আপনি বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে শত্রুদের মারতে পারবেন। এ ছাড়াও বাইকের মাধ্যমে দৌড়ানোর সুবিধা আছে। বিভিন্ন ধরণের মিসন সম্পন্ন করতে হবে। গেমের গ্রাফিক্স ও কন্ট্রোল বেশ স্মুথ হওয়ায় গেম টি খেলে অনেকেই মজা নিতে পারবেন।
আরো পড়ুন
দৌড়ানোর গেম সম্পর্কে আমাদের মতামত
দৌড়ানোর গেম আর্টিকেলে আমরা জনপ্রিয়তার দিক থেকে সেরা ১০ টি গেমের তালিকা আপনাদের দিলাম। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রি তে ইন্সটল করে উপভোগ করতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন, ধন্যবাদ।